মায়ের বিভিন্ন রূপ উঠে এসেছে বিভিন্ন মুভিতে। কোনো কোনো মুভি মায়ের সংগ্রামী ভূমিকা নিয়ে, কোনোটি মা ও ছেলের বা মা ও মেয়ের মধুর সম্পর্ক কেন্দ্রিক, কোনোটিতে সম্পর্ক হয়েছে তিক্ত। নানা বিচিত্র ঘটনা নিয়ে তৈরি হয়েছে প্রতিটি মুভি। তৈরি হয়েছে বিভিন্ন ধাঁচের মুভি। কোনোটি কমেডি, কোনোটি ড্রামা; আছে রোমান্টিক, ফ্যান্টাসি এমনকি অ্যাকশন মুভি!
একটি স্বয়ংসম্পূর্ণ মুভির লিস্ট করাটা বেশ দুরূহ কাজ হলেও বিশ্ব মা দিবসের এই দিনে পৃথিবীর সকল মাকে সম্মান জানিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে মাকে নিয়ে নির্মিত মুভিগুলো থেকে ১০টি মুভি নির্বাচন করেছি। খুব যত্নের সঙ্গে নির্বাচিত এই মুভিগুলো আশা করি দর্শকদের আনন্দ দিবে; হাস্যরসের পাশাপাশি কাঁদাবেও!
মাকে নিয়ে নির্বাচিত ১০টি মুভির তালিকা:
অ্যালিস ডাজ নট লিভ হিয়ার অ্যানি মোর (১৯৭৪)
ফ্রিকি ফ্রাইডে (১৯৭৬)
টার্মস অফ এন্ডারমেন্ট (১৯৮৩)
মাস্ক (১৯৮৫)
স্টিল ম্যাগনোলিস (১৯৮৯)
স্টপ! অর মাই মম উইল শুট (১৯৯২)
স্টেপমম (১৯৯৮)
এরিন ব্রোকোভিচ (২০০০)
চকোলেট (২০০০)
ফ্রিকি ফ্রাইডে (২০০৩)
মুভিগুলো সংগ্রহ করে দেখে ফেলুন। অনুভব করুন মায়ের প্রতি আপনার ভালবাসা।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




