এই ভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে। মূল্যবোধের চরম অবক্ষয় হচ্ছে। প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে জোর যার মুল্লুক তার নীতি। ন্যায়, নৈতিকতা, অধিকার বলে আর কিছু থাকছে না। সিস্টেম নষ্টতর হয়ে যাচ্ছে।
রাজনৈতিক স্বেচ্ছাচারিতা এখন নারীর ওপর স্বেচ্ছাচারিতায় রূপ নিয়েছে। যে কোন রাজনৈতিক দুরাচারের প্রভাব যে ব্যক্তিগত-সামাজিক জীবনেও পড়ে এটা বুঝতে মাথায় পর্যাপ্ত ঘিলু থাকতে হয়। নিজেই শিকার না হওয়া পর্যন্ত দলকানা সমর্থকরা এসব বুঝেন না।
দেশের উন্নয়ন হয়েছে অনেক, আমি খুব মানি। কিন্তু সার্বিক উন্নতি হচ্ছে না। দেশের যে ক্ষতিটা এখন হচ্ছে, এই ক্ষতি অর্থনৈতিক ক্ষতির চেয়ে মারাত্মক ও সুদূরপ্রসারী। সেখানে ঐসব উন্নয়ন ঠুনকো।
একটু ভাবুন, বুঝতে চেষ্টা করুন। চিন্তাভাবনা শুধু দুটি দলের জয়-পরাজয়ের ভিতরে রাখবেন না। দোহাই, খোলা মনে ভাবুন। কোন অন্যায় আপনার আনন্দের উপলক্ষ হলেও মানুষ হিসেবে এসবের সমর্থন থেকে পিছিয়ে আসুন। একজন মানুষ হিসেবে সবকিছুর সবদিক মূল্যায়ন করুন, একজন সুবিধাভোগী রাজনৈতিক দলের সমর্থক হিসেবে নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



