গতকাল পর্যন্ত তোমাকে ভালবেসেছিলাম
অবোধ যুক্তিহীনের মতো; আজ আর না
এখন আমি ক্লান্ত, অবসন্ন, স্বেচ্ছায় অবসরপ্রাপ্ত।
আবার যদি কখনও যোগ্য হয়ে ওঠো
ঠিক ভালবাসবো মিহি বাতাসের মতো
যখনই শূন্যতা হবে, পাবে আমায়।
শুদ্ধ প্রেমিকা হয়ে ওঠো সুন্দরীতমা
শুধু সৌন্দর্য দিয়ে আমাকে আশা করো না।
_______
প্রথম প্রকাশ: ফেসবুক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



