অনেকদিন ধরে কিছু ব্যপার শেয়ার করব করব ভাবছিলাম। যাদের সময় নাই বোল্ড লেখাটি পড়লেই চলবে।
আমাদের দেশে চাকুরীর অবস্থা কেমন সবাই তা ভাল জানেন। ব্যপক জনসংখ্যার কারনে দেশে একটি চাকুরীর পেছনে দেখা যায় ১০০০ জন লাইনে দাড়িয়েছে।
আর সরকারী চাকুরী নিতে হলে মেথরকে শুরু করে শিক্ষক/ইমাম/ফুলিশ/অফিসার সবাইকেই ঘুষ দিতে হয়। অনেক ভাল ভাল অনেস্ট লোক দেখছি ঘুষ দিয়ে চাকুরীতে ঢুকেছে। দুঃখ জনক।
আমি ছাত্র হিসাবে খুবই বাজে ছিলাম। কোন রকম গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছি। মধ্যবৃত্ত পরিবার….. ভাগ্য ভালো একটা সুযোগ পেয়ে বিদেশ চলে এসেছি।
প্রথম প্রথম এ্যডজাষ্ট করতে কষ্ট হত। একটা ভাল চাকুরীর জন্য কত যে ঘুরেছি তার কোন ঠিক নেই। আল্লাহর অশেষ রহমত আমি এখন ভাল আছি। এমি এখন যেই চাকুরী করি দেশে কোনভাবেই সম্ভব না।
এখন আমার বক্তব্য হচ্ছে। দেশে এত ধাক্কাধাক্কি করে একটি চুকুরীর জন্য ঘুষ দিয়ে জীবনের প্রথমেই নৈতিকতা হাড়িয়ে কি লাভ। এর থেকে ভাল যদি বিদেশ আসেন। এখানে আপনি দেশ থেকেও বেশি আয় করতে পারবেন। আমার থেকে হাজার গুন স্মার্ট ছেলে দেশে আছেন। তার যদি আসেন অনেক ভাল করতে পারবেন। অবশ্য ধৈয্য, আত্মবিশ্বাস আর পরিশ্রম থাকতে হবে। চাকুরী আপনি পাবেনই। দেশের প্রতি চাপ কমবে এবং আপনার জায়গাটিতে আরেকজন সুযোগ পাবে।
আর যারা একটু ব্যবসায়ীমনা আছেন তাদের জন্য বিদেশ আমাদের দেশের থেকেও হাজারগুনে ভাল। বিদ্যুত যোগাযোগ…. নিরাপত্তা …..
আমার একজন ব্যবসায়ি বন্ধু আছেন তিনি হয়ত পড়ালেখায় স্কুলের গন্ডি পার করতে পারেনি। কিন্তু অনেক ভাল করছেন। তার নিজস্ব গ্রিল ওয়াকস্ আছে। তিনি প্রায়ই আমাকে একটা ব্যপার বলেন “পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি”। এটা আমার পড়েছি বা শুনেছি। কিন্তু আমি বুঝলাম তিনি ব্যপারটা ফিল করেন। যে হ্যা পরিশ্রম মানুষকে সফল করে। এটাই তার সবচাইতে বড় মূলধন।
মধ্যপ্রাচ্য প্রয়ই ইন্ডিয়া দখল করে ফেলেছে। বিশেষ করে ইন্ডিয়ার কেরলা ষ্ট্রেট এর লোক অনেক বেশি। তার অনেক ভাল ভাল চাকুরী করে। উচু/মধ্যম/নিচু প্রায় সকল ধরনের ব্যবসা করে। আমাদের দেশি যারা আছে সংখ্যায় খুবই কম কিন্তু ভালই আছে।
অনেকেই হয়ত বলবেন এত টাকা নেই বা আমার জানাশেনা নেই।
এটা একটা দু:খজন ব্যপার আমাদের দেশের কৃষক/শ্রমিক এই শ্রেনীর লোক প্রচুর টাকা খরচ করে বিদেশ চলে আসছেন। (আমার মনে হয় এই ব্যপারটা উদ্যেগ জনক)। সব মিলিয়ে তারা কিন্তু অর্থনৈতিক ভাবে খারপ করছেননা।
আমার এক বন্ধু পড়া লেখা শেষ করে প্রায় ৮/৯ মাস চাকুরী জন্য চেষ্টা করে। এক সময় আমাকে বলে সে বিদেশ আসতে চায়। আমি চেষ্ট করতে থাকি তার জন্য। এক মাস পরে সে আমাকে জানায় সে একটা বেসরকারী ব্যাংকে চাকুরী পেয়েছে। বেতন কত হয় ?? আমি ঠিক বলতে পারিনা… ১২/১৫/২০ হাজার এমন হতে পারে। মাঝখানে আমার কিছু পন্ডশ্রম/আর্থিক ক্ষতি হয়েছে। কিন্তু আমি জানি সে বিদেশে আসলে অনেক ভাল করতে পারত।
আমাদের মধ্যে ঝুকি নেয়ার ইচ্ছা একদম নাই। জীবনে হারাবার কি থাকতে পারে?
আমার মনে হয় ব্যপারটা দেশের জন্য অনেক জরুরী। আমাদের দেশের ব্যবসায়ী/চুকরীজীবি/শ্রমিক সকল শ্রেনীর লোকের মধ্যপ্রাচ্যে অনেক ভাল করতে পারবে বলে আমার বিশ্বাস।
সরকার যদি বিদেশ আসার ব্যপারে জনগনকে উৎসাহ দেয় এবং কোন দালাল ছাড়া কম খরচে বিদেশ আসার ব্যবস্থা করত দেশের জন্য অনেক ভালহত।
দুঃখজনক হলেও সত্যি একটা পাসপোট করতে যেই পরিমান হয়রানীর স্বিকার করা হয়। এটা ভিসা বের করতে কত কষ্ট যে করতে হয় (হযরানী গুলো ৯০% হয় আমাদের দেশে বা এ্যবাসিতে)। কিন্তু এত কিছুর পড়েও আমাদের দেশের নিরক্ষর কৃষক/শ্রমিক অনেকেই চলে আসছেন প্রবাসে….। শিক্ষিতরা কেন পারবেননা?
২০১০ সালে বাহরাইনের লোক সংখ্যা (৫৬৮,৩৯৯ বাহরাইনি+ ৬৬৬,১৭২ অন্যদেশ) = ১,২৩৪,৫৭১। ৫৪.০% নন বাহারইনি। (তথ্য সূত্র: উইকিপিডিয়া) এবং এদের বেশিরভাগ ইন্ডিয়ান।
সরকার এবং আমরা যদি খেয়াল দেই তবে প্রবাসে বাংলাদেশি শিক্ষিত মধ্যবৃত্ত শ্রেনী অনেক ভাল করবে। এবং দেশের জন্য অনেক উপকার হবে। দেশের অনেক চাপ কমবে।
“নীজে ভাল থাকুন এবং দেশকে ভাল রাখুন।” [/sb
পূর্ব প্রকাশিত : চারিদিক (ব্লগটি ঘুরে আসলে খুশি হব।)
বিঃ দ্রঃ এই পোষ্টি মধ্যবৃত্ত এবং মধ্যম মানের ছাত্রদের জন্য, যারা মামা/মামু ওয়ালদের বা মাথামোটাদের লাইনের মাঝে দাড়িয়ে হাফিয়ে উঠেছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


