এক লোক মিথ্যা সনাক্তকারী একটি রোবট কিনেছেন
সে ঠিক করল রাতের খাবারের সময় এটি পরীক্ষা করবে।
তো সে তার পুত্র জনিকে জিজ্ঞাস করল, “জনি তুমি আজ সকালে কোথায় গিয়েছিলে?”
জনি উত্তরে বলল, স্কুলে বাবা। রোবট জনিকে জোড়ে একটি চড় মারল।:!>
জনি: ঠিক আছে, আমি আমার বন্ধুদের সাথে একটা ডিভিডি দেখেছিলাম, স্কুলে যাইনি।
বাবা: কিসের ডিভিডি??
জনি: “টয় স্টোরী”।
রোবট আবার জনিকে চড় মারল।
জনি এবার কান্না করে করে বলল: ওকে সত্যিটি বলছি।
বাবা: কি?? তুমি এই বয়সেই ১২৩* দেখ?? তোমার বয়সেত আমি জানতামইনা ১২৩* কি??
রোবট সজোড়ে বাবাকে জোড়ে এক চড় মারল।
মা, এতক্ষন দেখছিল এবং হাসতে হাসতে বলল: দেখতে হবেনা কার ছেলে? তোমার ছেলেতো তাই ঠিক তোমার মতই হয়েছে।
এবার রোবটি জনির মাকে সবচাইতে শক্ত চড়টা মারল।
মহিলা বেহুস হয়ে গেলেন।
সূত্র : ইন্টারনেট।
*১২৩ মানে ...........
আগেও প্রকাশ করা হয়েছিল কিন্তু মাত্র ৬ জন পড়েছে তাই আমার পোষ্ট করলাম। যারা জানেন বা আগে পড়েছেন তাদের জন্য নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


