ছোট বেলায় শুনতাম উনি খুবই বড় মাপের মানুষ ছিলেন। তখন অতটা বুঝতাম না ভাবতাম উনি কত বড় ছিলেন? মাকে প্রশ্ন করতাম উনি কয়তলা বিল্ডিয়ের সমান বা তাল গাছের মত বড় কিনা? বড় বলতে তখন আকৃতি বুঝতাম তো তাই ওই প্রশ্নটি করা। মাঝে মধ্যে জারি মত গান শুনতাম.... পাষন্ড মেজর ডালিম কেন হত্যা করিছিল?
ছোট থেকেই উনার প্রতি একটা শ্রদ্ধাছিল। এখন বড় হয়ে ফিল করি উনি যে আসলেই বঙ্গবন্ধু ছিলেন। এবং উনার জন্ম না হলে বাংলাদেশটা স্বাধীন হত না। উনিইতো স্বাধীনতা দিয়েছেন বাংঙ্গালী জাতীকে। (অনকের অমত থাকতে পারে তবে আসলে তারা সংখ্যায় কম। অনেকেই আছেন নীজের পিতাকেই অস্বিকার করতে পারেন , তাতে কার কি যায় আসে। এটা একান্তই আমার মতামত।)
স্বাধীনতা রক্ষা করা কঠিন। দেশ স্বাধীনের পড় বিজয়ের পর ....অনেক অনেক মানুষ যেই হারে লুটপাট করা শুরু করেছিল তা সামাল দেয়া সত্যিই কষ্টকর ছিল। তিনি বুঝতে পারতেন ....তাই অভিযোগ করেছিলেন তার কম্বলটি কোথায়? আরও বলেছিলেন তিনি চোরের খনি পেয়েছেন।
যত যাইহোকনা কেন তিনি বাংলাদেশিদের বিম্ভাস করতেন এবং প্রচন্ড ভালবাসতেন। যদিও তার একটি বিশ্বাস আমরা রাখতে পারিনি। সেটা হচ্ছে তিনি বিশ্বাস করতেন বাংলার কোন মানুষ তাকে হত্যা করবেনা। মানুষের সীমাবদ্ধতা থাকতেই পারে কিন্তু তাই বলে কতটা অমানুষ হলে এই রকম ঝঘন্য একটা হত্যাকান্ড ঘটাতে পারে। এটা অনেক দু:খজনক যে, তার হত্যাকারীদের রক্ষার জন্য অনেকেই মদদ করেছেন।
তিনি থাকলে আমাদের দেশটা আরো অনেক অনেক বেশি উন্নত হত এ ব্যপারে কোন সন্দেহের অবকাশ নেই। কোন রাজনৈতিক হত্যাকান্ডই দেশের জন্য সুফল বয়ে আনেনা।
আজ উনি নেই কন্তি বাংলাদেশটা আছে...... দেখা যাক আমরা এটাকে কোথায় নিয়ে যেতে পারি।
এই দিনে শেষ হাসিনার প্রতি অনুরোধ থাকবে। (উনার সবচাইতে বড়গুন উনি শেখ মুজিবুর রহমানের মেয়ে।)। জনগনের কাছে/পাশে থাকুন। একঘুয়েমি না করে দেশকে সুন্দরভাবে পরিচালনা করুন। বিরোধীদলকেও নূন্যতম সম্মান দিন। সামনে যাতে আরেকটা ১/১১ না হয় এবং আপনারা অপমানিত না হন। বিরোধীদলের সাথে আলাপ আলোচনা করে তার একটা ব্যবস্থা নেন। (তাদেরও দেশে প্রচুর সমর্থক আছেন।)। এটাই হবে বুদ্ধিমানের কাজ......।
বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়াই ছিল শেখ মুজিবুর রহমানের স্বপ্ন।
ধন্যবাদ সবাইকে।
জয়বাংলা***** জয় বঙ্গবন্ধু*****।
বিদ্র: আমি কোন দলের সাথে জাড়িত না এবং কখনো ভোট দেয়ার সৌভাগ্য হয়নাই। বর্তমান লীগের কর্মকান্ডে খুবই বিরক্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


