ব্যাপারটা খুব হাস্যকর হয়ে গেল না?
দেশের প্রধানবিরোধীদলীয় নেত্রী শাহবাগ আন্দোলন নিয়ে কোনো বক্তব্য দেন নাই এখনো পর্যন্ত। কেন আপনারা আগে খালেদা জিয়ার বক্তব্য দাবী করবেন না?
শাহবাগ থেকে ৫০০ জন গিয়েই তো খালেদার বাড়ীর সামনে অবস্হান করতে পারে। যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুতে খালেদার আনুষ্ঠানিক মতামত চাইতে পারে। বিএনপির নেতারা নয়, খালেদা থেকেই আনুষ্ঠানিক বক্তব্য আসতে হবে দেশের বর্তমান সবচেয়ে বড় ইস্যুতে। ১০ দিন ধরে লাখ খানেক মানুষ শাহবাগে অবস্হান করছে, আর খালেদা নির্বিকার থাকবে কেন?
হাসিনা সরকারের সাথে এখন ওবামা সরকারের যে সম্পর্ক, এতে আপনি ৫ লাখ পিটিশন দিলেও কোনো কাজ হবে বলে মনে হয় না। আর কারো ফাঁসি দেওয়ার ব্যাপারে বারাক ওবামা কখনো হ্যাঁ বলবে, এটা মনে করাটা বোকামী ছাড়া আর কিছু নয়।
আর জামায়াতের বিনিয়োগ করা লবিষ্ট আছে আমেরিকাতে, তাদের কথা বাদ দিয়ে ওবামা আপনাদের কথা শুনবে বলে মনে হয় না।
সাঈদী, গোলাম আজম আর কাদের মোল্লাকে ফাঁসিতে ঝোলানো আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে, এই ব্যাপারে বেশি জল ঘোলা করলে আসল ব্যাপারটাই হালকা হয়ে যাবে।
এর চেয়ে বরং ডঃ ইউনুসকে গিয়ে ধরেন, ইউনুস চাইলে ওবামাকে শাহবাগে হাজির করতে পারবে।
বড় কথা হইলো, আমাদের দেশের অভ্যন্তরীণ ইস্যুতে ওবামার মতামত লাগবে কেন? হাসিনা খালেদা এক হলে ১০ দিনেই সবকটাকে ঝুলিয়ে দেওয়া সম্ভব।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



