আগে ফেসবুক সহ অন্যান্য বড় বড় সাইট গুলা বাংলা সাপোর্ট করতো না, তাই বাংলা ভাষাভাষীরা বাংলায় আড্ডা মারার জন্য কিছু বাংলা ব্লগ কমিনিউটি খুলছিল বাংলায় আড্ডা মারার জন্য। ফেসবুকে কম লেখতো কারন অভ্র বা বিজয় দিয়া সবাই লিখা পরতো না, আর ফেসবুকই বা কয়জন চিনতো!!!! ঠিক এই উদ্দেশেই বাংলা ব্লগগুলা খুলা হইছিল।
কিন্তু ২০১৩ তে ক্যামনে ক্যামনে জানি ব্লগার শব্দটাই একটা ব্র্যান্ড হয়া গেল। আগে ব্লগে হাবিজাবি পোস্ট দিতাম কারন রেসপন্স আর পাঠক বেশি পাওয়া যাইতো সেইখানে। এখন যুগ পাল্টায়া গেছে, এখন অভ্র ছারাও বাংলা পরা যায় যেই কারনে ফেসবুকেই এখন হাবিযাবি লেখি!!! আগে আসিফ মহিউদ্দিন, দুর্যোধনরা, পিয়াল, জেবতিক, আইজুরা ব্লগে লিখতো কারন সেইখানে পাঠক বেশি ছিল, এখন তারা ফেসবুকেই লিখে কারন ফেসবুকে এখন পাঠক বেশি।
হে শাহাবাগ, তুমি আর কিছু না পারলেও সকল ব্লগার দের কে বানাইছ ফেসবুকার!!!!
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



