গণতন্ত্র রক্ষা ও গণতন্ত্র রক্ষাকারীর যুদ্ধ, জনগনের নিরাপত্তার জন্য পুলিশও মারমুখি!! বোমা, গ্রেনেড, পেট্রোল বোমা, রাবার বুলেট, পিপার স্প্রে, টিয়ার সেল, গরম পানি এমন কি গুলি চালানো হচ্ছে!!!
দৃশ্য ১ : একজন সাধারন মানুষ রহিম দিনশেষে কাজ শেষে ফিরে আসছে, হঠাত তার উপরর আক্রমন, তার সাথে থাকা তার দামি গাড়ীটা ভেঙ্গে ফেলা হল, মাথা ফাটিয়ে দেয়া হল তার মায়ের!!! তিনি মাইর খেয়ে কানতে কানতে বললেন যে
***সালার বালের এক দেশে থাকি, বালের পলিটিক্স আমার উপরে আইসা পরে!!! মাঝে মাঝে মনটা চায় চইলা যাই এই দেশ ছাইরা!!!**
দৃশ্য ২ : একজন সাধারন মানুষ হারুন দিনশেষে কাজ শেষে ফিরে আসছে, হঠাত তার উপরর আক্রমন, তার সাথে থাকা তার দামি গাড়ীটা ভেঙ্গে ফেলা হল, মাথা ফাটিয়ে দেয়া হল তার মায়ের!!! তিনি মাইর খেয়ে বললেন যে
** কেন যে শালা নিরাপত্তার স্বার্থে বালুর ট্রাক একটা সাথে নিয়া বাহির হইলাম না, একটা বালুর ট্রাক আশেপাশে থাকলেই তো আর আমার মায়ের এই অবস্থা হইতো না!!**
দৃশ্য ৩ : সারা দেশ দেশ উঠেছে, মানুষের দেশ-প্রেমানুভুতি(!) তে আঘাত দিয়েছেন রহিম সাহেব। ফার্মগেট ব্রিজ এর নিচে একদল রাজনৈতিক কর্মী স্লগান দিচ্ছেন যে রহিম চুত** পোলার ফাসি চাই, ওই শালাকে দেশ থেকে বের করে দেয়া হোক, কতগুলা অনলাইন পোর্টাল এর হেড লাইন রহিম সাহেব বাংলাদেশ কে বালের দেশ বলেছে, মুক্তিযোদ্ধাদের এই দেশকে তিনি অপমান করেছেন। তিনি এই দেশে এ নাকি আর থাকতে চান না, বিতাড়িত করা হোক তাকে এই দেশ থেকে। আমরা এয়ার পোর্ট এ তার মালামাল দিয়ে আসব!!!
দৃশ্য ৪ : রহিম সাহেদ হাসপাতালে ছুটাছুটি করছেন তা মাকে নিয়ে, বয়স্ক মানুষ, ইটের আঘাতটাও বর ছিল, মাথায় ১১ টা সিলি পরেছে!!! গাড়ীর অবস্থা খারাপ, মাসের বেতন প্রায় সব টাকা গাড়ী আর মায়ের চিকিৎসার পিছনে ব্যয় হয়ে গেছে!! ক্লান্ত শরীর সাথে মাথাও গরম!! বাসায় এসে দেখে তার বিরুদ্ধে নিউজ আর নিউজ!! এমন কি রাষ্ট্রদ্রোহিতার মামলাও করা হচ্ছে তার বিপক্ষে!!! তারপরো তিনি এত কিছুর পরও মাথা ঠান্ডা করে সবার কাছে ক্ষমা চাইলেন আর বললেন যে আসলে ভুলটা আমারই ছিল!!! আমার উচিত হয়নি সেই দিন বের হওয়া!! আর বের হলেও একটা বালুর ট্রাক এটলিস্ট নিয়ে বের হতে পারতাম!!! আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি বাংলাদেশ কে ভালবাসি!!
দৃশ্য-৫ : হারুন সাহেব মাথায় ব্যান্ডেজ নিয়ে বাসায় বসে আছে, মায়ের চিকিতসা ও চলছে!!! টিভি দেখছেন হাসছেন!!!!
**ইহা সম্পূর্ণ কাকতলীয় ঘটনা
*** সুশীল রা ১০০ হাত দূরে থাকুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



