ছোটবেলায় বাবার মুখে গানটা শুনেছি অসংখ্যবার...
মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা
পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা।
স্বর্গের মতো ছিল আমাদের ঘর
যেখানে ছিল শুধু সোহাগ-আদর।
সেই ঘর থেকে বাবা হারিয়ে গেল
আমার কপালে তাই দুঃখ এল।
আজ আমি বুঝেছি বাবা কী ছিল।।
বাবার চেয়ে দামী নয়তো কোনো ধন
তুচ্ছ তারই কাছে মানিক-রতন।
টাকা দিয়ে বাবার স্নেহ যায় না কেনা
কারও সাথে হয় না তার তুলনা।
সেই সে বাবার নামে গালি দিওনা।।
গানটি শোনার লিংক
https://www.youtube.com/watch?v=5SlIpguQD6Y
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



