বলেছিলে তুমি আসিবে,
আকাশে ঘনকালো মেঘের বেশে,
রিমঝিম বৃষ্টিতে, নূপুরের সুরে,
নদীর জলে মিশে, বাতাসের তালে,
উচ্ছল ঢেউয়ের বেগে।
বলেছিলে তুমি আসিবে,
বাতাসে হিমেল হাওয়ার বেশে,
বিস্তৃত ফসলের প্রান্তর জুড়ে,
গাছের ডালে পাখিদের কুহুতানে,
হৃদয়ে সুমধুর ছড়িয়ে।
বলেছিলে তুমি আসিবে,
গোধূলি লগণে, সন্ধ্যাতারার বেশে,
নিস্তব্ধ রাতে, পূর্ণিমা আলোতে,
ঝিঁঝিঁ ডাকা ঘন অন্ধকারে,
বিষণ্ণে এলোকেশী হয়ে।
বলেছিলে তুমি আসিবে,
নিঃস্বার্থ, সত্য প্রতীমার বেশে,
নিশ্চুপ পথে, বিষন্ন হৃদয়ে,
নয়তো কোন নিশ্চুপ ক্ষণে,
হঠাৎ আনমনে দাঁড়িয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




