অজস্র হলুদ শুয়াপোকা... ঘাসডগা আর পাতার ছায়ায় ঘুম জাগরন
পাটক্ষেতের পাতায় পাতায় কেমন হলুদ নাচন..
একজোড়া শৈশব পা ক্রমশ ভীত সন্ত্রস্ত
চিকন আলপথে তার সতর্ক দৌড়।
সতর্ক চোখে ওড়ে বিবাগি চিল
কালো জল বৈঠাহালির মাঝপানিতে
তন্দ্রহীন এক নিসঙ্গ পানিবওসা..চিলের নিবাস..
ঝোপঝাড় খড়কুটো পরগাছার এক ভৌতিক বিস্ময়।
বিলের কালো জলে ছাবিহার মুখ ভাসে,
ভাসে হাসের গলাসমেত বুক
শাপলা হেলেঞ্চালতা..
সাদাবক পা ভাজ করে ওড়ে সন্ধ্যার লাল সুর্যের ক্যানভাসে।
'নাইটগার্ড' নাকি 'আফটারনুন..'?
আফটার মর্নি বা তারও আগে ভাইয়ের আঙ্গুল ধরে জামতৈল বাজার
ভোরযত্নে পরিপাটি উঠোন উঠোন রাস্তা
কালি ঘরের জিবওয়ালা কালি, রাজহংসের পিঠে
অপরূপ স্বরসতী, পেঁচা, লক্ষী..
কথাহীন সব 'মানুষ দেবতা' পেরিয়ে এক কথার বাজার
কথার ঢলে জামতৈল ইউনিয়নবোর্ড ছোট্ট খড়কুটো।
অজস্র কালো মাথা, অজস্র খালি পা, চপ্পল,
প্যাচপ্যাচে কাদা, কফ, থুথু।
ন্যাড়া মাথা বুড়োর টিন পিটিয়ে বাজার ঢোল..
ট্যান ট্যান.. ট্যান..
'..ভাইসব, ভাইসব একটা শিংভাঙ্গা খাসি হারানো গিয়েছে...'
হারিয়ে গেছেতো অনেক
বুকে ঢিবঢিব ঢোল সারাখন।
ভাইসব...
ভাইসব..
কেমন আছো তুমি?
কেমন আছো আমার প্রথম দেখার এক আকাশগঙ্গা আনন্দ।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১২ রাত ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




