আমি সেফ হয়েছি প্রায় মাসখানেক হয়ে গেল। কিন্তু এখনো কোনো পোস্ট আমি দেইনি প্রথম পাতায় প্রকাশের জন্য। খুব ইচ্ছে হয়েছে, কিছু লিখি, সব ব্লগারদের সামনে দেখা যাক আমার লেখা। কিন্তু পরক্ষনেই ক্ষান্ত দিয়েছি, ঐ "সব ব্লগারদের সামনে" কথাটি ভেবে। সবাই দেখবে, সুতরাং লেখাটি মানসম্মত হওয়া বান্হনীয়।
পোস্ট দিব কি দিবনা এই দোটানায় মনটা যখন দোলাচলে দুলছিল, তখন ভাবলাম অন্যদের ব্লগগুলো একটু ঘুরে দেখি। সিনিয়রদের লেখাগুলো পড়লাম। তাদের লেখার রসে আমোদিতও হলাম। এরপর ঝুকলাম নতুন ব্লগারদের লেখার দিকে। খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, নতুনদের মাঝেও বেশকিছু ভাল লেখা। খারাপ লেখার সংখ্যাই কিছুটা বেশি, কিন্তু ভাল লেখাও নেহায়েতই কম নয়। কিছু লেখা পড়ে এতো আনন্দ পেয়েছি যে বিশ্বাস করতে কষ্ট হয়েছে, এরা নতুন। তার সাথে খানিকটা দুঃখ পেয়েছি, যখন দেখেছি তাদের পোস্টগুলোতে কমেন্ট ও ভিজিটরের দৈন্যতা। এমনকি অনেকের ব্লগে দেখলাম, প্রায় ৩-৪টা বেশ ভাল মানের পোস্ট দেওয়া সত্তেও তাদের ব্লগে আজ-অব্দি তারা কোনো স্বীকৃতি পায়নি।
ওয়াচ থেকে জেনারেল ও সেখান থেকে সেফ হতে যে কি পরিমান ধর্য্যের পরিচয় দিতে হয় তা আমি জানি। যারা জেনারেল হওয়ার আগেই খুব ভাল কিছু লেখা উপহার দিলেন সামুতে, তাদের উৎসাহে যদি ভাটা পড়ে মডারেটরদের উদাসীনতা ও আমাদের এই অবহেলার শিকার হয়ে তবে তার দায় কে নেবে? এভাবেই আমরা কতো ভাল ব্লগার তথা ভাল লেখা হারাচ্ছি, তা কি কেউ জানি?
ভাল লেখাগুলো দেখে কখনো খুব আফসোস হয়েছে আর ভেবেছি আমাকে সেফ না করে যদি তাদের কে করে দেওয়া হতো তবে বুঝি আমার থেকে খুশি কেউ হতো না।এই বিষয়টা নিয়ে এর আগেও কয়েকবার কথা হয়েছে কিন্তু ঐ পর্যন্তই...
আমরা যারা সেফ হয়ে গেছি, তাদের জন্য নতুনদের নিয়ে চিন্তা করাটা এমন কোনো ফরয কাজ না হলেও, যারা তাদের ব্লগে ঢুকছিনা...আমি বলে রাখছি, তারা খুবই সুন্দর কিছু লেখা পড়ার সুযোগ হতে বন্চিত হচ্ছেন। আমরা দেখতে পাই বেশ কিছু সিনিয়র ব্লগাররা এখন অনিয়মিত হয়ে উঠেছে ব্লগে। মাঝেমাঝে তাদের অনলাইনে দেখা গেলেও, তাদের লাস্ট পোস্টগুলো প্রায় ছয়মাসের পুরনো। এভাবেই এখনকার জনপ্রিয় ব্লগাররাও হয়তো নিজেদের কে গুঁটিয়ে নেবেন কখনো। তার আগে নতুনদের কে তৈরী করে রেখে যাওয়ার দায়িত্বটা কি আমাদের উপরেই বর্তায় না?
আমার এই লেখায় আমি কারও প্লাস আশা করছিনা, চাইছিনা কোনো ভাল মন্তব্য। এই লেখা পড়ে যদি একজনও নতুনদের লেখা পড়ে তাদেরকে উৎসাহ যোগাতে সচেষ্ট হয়, তবেই আমার এই লেখার সার্থক হবে বলে আমি মনে করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



