প্রত্যেক বাবা-মা চায় তাদের সন্তান যেন হয় দৃঢ়। আকর্ষণীয় কোন কিছুর প্রতি মানুষের আকৃষ্ট হওয়া স্বাভাবিক (ব্যাপারটা আপেক্ষিক)। কিন্তু মোরালিটি বলে, যতই আকর্ষণীয় হোক না কেন, কোন কিছুই অনৈতিক পথে লাভ করা যায় না। সততা কখনো এই ব্যাপারে শায় দিবে না। একটি পরিবার গড়ে উঠে বাবা-মা, ভাইবোন-এর পারস্পরিক বিশ্বাস এবং নির্ভাবনার উপর। পরিবারের কোন সদস্য বিশ্বাস ভঙ্গের কোন কাজ করলে, পুরো পরিবারটা মহা সংকটের মুখোমুখি হয়ে পরে।একজন এরকম বিশ্বাসঘাতক, পরিবারে বিশ্বাস ভেঙ্গে দিয়েও কত বড় বেহায়া হলে এক-ই শহরে থেকেও পরিবারের সদস্যদের সাথে দেখা না হওয়ার কথা বলতে পারে! আমি পরিবারের বিশ্বাস, নির্ভরতা সব ভেঙ্গের চুরমার করে দিলাম, আবার আমি তাদের সাথে কতদিন দেখা না হওয়ার কথা বলে তামাশা করতে পারি! আর এই বেহায়া-ক কেউ কিছু না বলা মানে কি তাকে নিরব সমর্থন করা? একটা সাজানো পরিবারের বিশ্বাসকে অঘ্রাহ্য করে অন্য একটা পরিবার গঠন করার মাঝে কোন কৃতিত্ত আছে কি, ভন্ডামি ছাড়া? কারণ, নতুন গঠিত পরিবারের কি কোন ভরসা থাকে? অনৈতিক আকর্ষণকে ভালোবাসা বা প্রেমের নাম দেয়া যায় কি?নিম্নশ্রেণীর পশুর সাথে মানুষের পার্থক্য থাকলো কোথায়? অনৈতিক আকর্ষনের সমস্ত ফসলই তো অনৈতিক। শক্তভাবে আইনের কাঠগড়ায় দাড় করানো না গেলেও, মনের নিরপেক্ষ আদালতে কি সে নিজেকে নির্দোষ বলতে পারবে? আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের কুৎসিত চেহারা কি দেখতে পারবে না? মানুষ এত বেহায়া হয় কীভাবে? সবার মনের দৃঢ়তা একই রকম নয়। কিছু দুর্বল মানুষ নিজেকে নিয়ন্ত্রন করতে না পেরে তাকে অভিশাপ দিতেই পারে। কোন বিশ্বাসঘাতক চরম বেহায়া না হলে অভিশাপকারীকে দোষ দিতে পারে? সমাজের নেতা এবং উচুঁসারির মানুষের সভাবতই কিছু অনুসারি এবং ভক্ত থাকে। তারা যখন তাদের অনৈতিক আকর্ষনকে বৈধতা দেয়ার জন্য মিথ্যা অযুহাতের আশ্রয় নেয়, পরিবারের সঙ্গে-সঙ্গে সেই অনুসারী এবং ভক্তদেরও মন ভেঙ্গে যায়, বিশ্বাস ভেঙ্গে যায়। অভিশাপ কি এমনি আসে? এরকম বিশ্বাস ভঙ্গের মুখোমুখি হয়েও, সকল ভুক্তভুগী পরিবার স্বসম্মানের আত্মবিশ্বাসের সাথে সমাজে প্রতিষ্ঠা পাক। আর বিশ্বাস ঘাতকদের কি হওয়া উচিত? শারীরিক কোন অসুস্থতা তো এদের জন্য মুক্তি, কৃতকর্মের ফল সবাইকে পেতে হবে। নিজের পায়ে নিজে কুড়াল মারে একমাত্র হতভাগারাই।
উপরের লেখাটি আমার মায়ের লেখা। একজন সনামধন্য লেখকের কলাম পড়ে, তাৎক্ষনিক প্রতিক্রিয়া লিপীবদ্ধ করে, মা। এর আগেও পোস্ট করেছিলাম লেখাটি, তবে সামুর সাময়িক গোলযোগের কারণে বোধকরি সেটি আর পাওয়া যাচ্ছে না। লেখাটি পড়ে আপনাদের মুল্যবান প্রতিক্রিয়া আশা করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



