বাংলাদেশ; এক ছোট্ট বদ্বীপ। বৃটিশ শাসনামল থেকে এখানকার আরেকটি নাম প্রচলিত হয়ে ওঠে। বুলগাকপুর; অর্থ করলে দাঁড়ায় "LAND of REBELS"। আমাদের বিদ্রোহী মনোভাব বড়ই ঝামেলা সৃষ্টি করে এসেছে শাসকগোষ্ঠির জন্য কালে কালে। আমাদের প্রত্যেকের মাঝে তীতুমীর, ক্ষুদিরাম, প্রিতীলতা আর সূর্যসেনের মতো নেতৃত্ব দেবার ক্ষমতা লুকিয়ে রয়েছে। এই অসীম সাহসী মানুষগুলো নেতৃত্বের প্রকৃত অর্থোদ্ধার করতে পেরেছিলেন। তারা বুঝেছিলেন, নেতৃত্ব দেওয়ার অর্থ উদরপূর্তি করে বড় বড় কথা বলা নয়। নেতাকে কাজ করতে হয় সবচেয়ে বেশি। অন্যদের কি প্রয়োজন তা নিজে বুঝে, কাজে ঝাপিয়ে পড়াই একজন প্রকৃত নেতার কাজ। আজকের বাজারে আড়াই হাজার টাকায় মাসের খরচ চালিয়ে নেয় যেই মা, সে একজন সফল নেতা। প্রতিদান হিসেবে তার পাওয়াটুকু শুধুই তার সন্তানের মুখের হাসি। দিনভর কেরানীগিরী করে সন্ধ্যার পর চা বিক্রী করে যে চতুর্থ শ্রেনীর কর্মকর্তাটি, তার নেতৃত্বের তুলনায় নস্যি ভদ্র ও সভ্য সমাজের অনেকেই। মানুষের বাসায় কাজ করে সংসার চালিয়ে নেয়া মা আর দিনরাত খাটনি করে জীবিকা উপার্জনকারী বাবা, দুজনের মাঝেই একটি প্রচন্ড মিল প্রতীয়মান। না, দারিদ্র নয়। মিল তাদের চেতনায়। নিজের দায়িত্ব বুঝে নিয়ে কাজ করে তারা। কারো কথা শুনে নয় কিন্তু। কোন উদ্যোক্তা সম্মেলন থেকে এই পার্ট-টাইম চা-বিক্রেতাটি উদ্যোগী হয়ে ওঠেনি। নিজের অবস্থা পরিবর্তনের প্রবল তাড়নাই তাকে দেখিয়ে দিয়েছে পথ। নিজের সম্বলটুকুর সর্বোচ্চ প্রয়োগ করার জন্য কিছু শেখানো দরকার হয়নি তাকে। অর্থাৎ Desperation থাকলে এমন নেতার জন্ম হয় ঘরে ঘরে, সে কথাটি নিশ্চিত হয়ে বলা যায়।
আজকের যুবসমাজ শিক্ষীত হচ্ছে নানা বিচিত্র বিষয়ে। অভিনব বিষয়ে স্নাতক পর্যায়ের পড়াশোনা করছে আজকের বুদ্ধিদীপ্ত তরুন-তরুনীরা। অথচ তাদের একই সাথে পুরো শিক্ষা ব্যবস্থা শেখাচ্ছে সম্পুর্ন স্ববিরোধী এক মন্ত্র। পড়াশোনা যে বিষয়ে হোক না কেন, সেই পাট চুকিয়ে কোনমতে একটা চাকরি পেলেই হয়। যেই শিশুটি রুলারের মাঝ বরাবর আড়াআড়িভাবে কলম আটকিয়ে খেলনা প্লেন বানিয়ে নিজেকে পাইলট কল্পনা করে বড় হয়, সেও স্নাতক পাশ করে ব্যাঙ্কের টাকা গোনার চাকরি পেয়েই মহাখুশি। যেই মেয়েটির মধ্যে সুপ্ত ছিল বিজ্ঞানী হবার বাসনা, সে বাধ্য মেয়ের মতো বিয়ে করে আজ ঘরকন্নার কাজে ঢেলে দেয় সমস্ত মেধা। না, এখানে টাকা গোনা বা সংসার সামলানোর মতো জটিল বিষয়গুলোকে ছোট করে দেখার কোন অবকাশ নেই। আমরা দুঃখিত হতে পারি সুন্দর স্বপ্নের অপমৃত্যু দেখে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



