ছোটবেলা থেকেই পড়ালেখা বাদ দিয়া খেলাধুলা করি। পড়ালেখা খালি বাপে-মায়ে ঠেলত তাই একটু আধটু করতাম। সেই আমি কিনা নিজ দেশের বিশ্বকাপ খেলার টিকিট এখনও হাতে পাইনাই আর কারা কারা পাইসে একটু কাহিনী শুনেন।
আমার ফেসবুক স্ট্যাটাসটাই তুলে দিলাম
চ্যানেল আইতে এইডা আজকে কি দেখলাম!! এক মেয়ে টিকেট পাওয়ার আনন্দ শেয়ার করতেসে। কিন্তু যেই ম্যাচের টিকেট সে চাইসিল সেইটা সে পায়নায়!! উপস্থাপক জিজ্ঞেস করসে কোন ম্যাচ? মেয়ে বলে, " বাংলাদেশ বনাম জার্মানি "!! কারা যাইতেসে খেলা দেখতে!!
বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে জানাচ্ছি আপনারা সব কিছু বাদ দেন। ভর্তি পরীক্ষার মত কইরা বা বিসিএস এর মত করে একটা পরীক্ষা নেন। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস থেকে শুরু করে এইসব এমসিকিউ দেন। যে পাস করবে তারে টিকেট দেন। আমি খুবি হাস্যকর আজগুবি কথা বললেও এই জিনিসের দরকার আছে।
আফসুস, বেরাট আফসুস।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১১ সকাল ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




