ভালবাসার মানে
মন মুনিয়া তাসনিম রিপা
ভালবাসা মানে
মেঘলা আকাশ, শিশির মাখা ভোর
ভালবাসা মানে
তুমি আমি আছি কাছাকাছি, নইতো বেশি দূর।
ভালবাসা মানে
হাতে হাত রাখা, মনে মনে কথা বলা।
ভালবাসা মানে
আজ দুজনে এক সাথে পথ চলা।
ভালবাসা মানে,
হাতে হাত রাখা, মনে মনে কথা বলা।
ভালবাসা মানে,
আজ দুজনে একসাথে পথচলা।
ভালবাসা মানে,
কিছু রাগ কিছু অভিমান।
ভালবাসা মানে,
মনের মাঝে অজানা একটান।
ভালবাসা মানে,
কষ্ট আর কষ্ট, নেইতো সুখের লেশ।
ভালবাসা মানে,
তুমি আর আমি এইতো আছি বেশ।
ভালবাসা মানে,
কিছু চাওয়া, কিছু পাওয়া,
ভালবাসা মানে,
আজ দুজনে অজানায় হারিয়ে যাওয়া।
ভালবাসা মানে,
কিছু স্বপ্ন, ছোট ছোট আশা,
ভালবাসা মানে,
এভাবেই চিরদিন বেঁচে থাক আমাদের ভালবাসা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



