রোদ
হামিদুল হক মুন্সী
বৃষ্টিতে মুখ ভিজে যায়, দুঃখের অসুখ হয়
নয়নের নাবালক মার্বেল গুটিটি
ভিজে ভিজে কাতর হয়
আমি কষ্ট পাই; কষ্ট ছিটাই বাতাসে
আমি দুঃখ পাই; দুঃখ রাখি বুক পকেটে
আমি সুখ হরিনের পিছ পিছ ছুটি
বৃষ্টিতে ভিজে ভিজে
দুঃখ আমার সবুজ সুখের বায়বীয় বোধ
দুঃখ আমার কফিনে ঢাকা লুকানো দিনের রোদ
দুখের অসুখ হয়; বৃষ্টিতে সুখ ভিজে যায়
হিসেবের খাতা খুলে দেখি, সেখানে আমি নাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



