আগেই বলে রাখা ভাল যে, আমি লীগ,বিএনপি বা অন্য কোন দলের সাথে সংশ্লিষ্ট নই।
কাঁচা মাথায় বড় চিন্তা আসে না। নিজেকে নিজে প্রশ্ন করছি।
বাংলাদেশে কি কখনও কঠোরভাবে ইসলামী শরীয়া আইন প্রতিষ্ঠিত হয়েছিল?
যেখানে মানুষ বর্তমান যুগে ধর্মীয় চেতনাসম্পন্ন পরিশীলিত ও পরিমার্জিত আইন মানতে নারাজ, সেখানে আস্তাকুড়ে ফেলে দেয়া সমাজতন্ত্র কায়ামের মানে কি?
প্রতিটা দেশের সরকার যেখানে তাদের আয়তন ছোট করতে প্রয়াস চালাচ্ছে, সেখানে এই খোড়া সরকার কি করে বিপুল জনগোষ্ঠীর এই দেশে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কলেবর বাড়াবে?
স্বাধীনতার ৪০ বছরেও আমরা কি এই দেশের সাধারণ আইন জানি?
চুরি,ডাকাতি,মদ,জুয়া,ছিনতাই,খুন,ঘুষ, ইত্যাদি অপরাধের সাশ্তি কি, কতজন শিক্ষিত লোক বলতে পারবে?
মিথ্যা বলা মহাপাপ,ঘুষ হারাম,সুদ হারাম,জীব হত্যা মহাপাপ, এবং এসব অপরাধের সাশ্তি হিসেবে জাহান্নামের আগুন প্রভৃতি ইসলামী চেতনার সাথে সংবিধানের কি সমস্যা?
সরকার বলছে ধর্মনিরপেক্ষতার কথা, অথচ তারা নাকি মানবধর্ম কায়েম করবে, এই নতুন ধর্ম কার মগজ থেকে বের হয়েছে,বলবেন কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



