তুমি এসেছিলে পরশু , কাল কেন আসনি........
গান শুনতে শুনতে ভাবতে ভাল লাগে...........
কেন বাসে চড়লাম না?কেন আর একটু বেশি সময় পেলাম না?বাসটা যে কেন এত তাড়াতাড়ি এল? বাসে গেলে কি তোমার কলেজ দেখতে পেতাম?কেন একটু কথা বললাম না? আমি কথা বলতে চাইলে তুমি কি বলতে? অন্তত তোমার নামটা কি জানতে পারতাম? আর কখনও কি তোমায় দেখতে পাব? কেন তোমার চোখ দেখতে মন চাইল? ধুর, নিজের ওপর রাগ লাগছে।কাল আবার দাঁড়াব।
এখন কোন দল নাই,সবাই এরশাদ বিরোধী। চায়ের টেবিলে বিতর্কের ঝড় উঠে প্রতিদিন। ঢাকা কলেজটা যেন আগ্নেয়গিরি। প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র নেতারা আসেন,দুপুরের মাঝামাঝি সময়েই স্বৈরাচার বিরোধী আন্দোলন চলে যায় টিএসসি চত্বরে। বিমল দা,রায়হান ভাই, মিলন ভাই,মামুন ভাই,সুবীর দা ছিলেন আন্দোলনের পুরোভাগে। এরা সবাই যেন এক একটা স্ফুলিঙ্গ। সবার কথা এক সূত্রে গাঁথাই ছিল আমার কাজ। কি করে আরও বেশী মানুষের সম্পৃক্ততা বাড়ামো যায় সেটাই আমার প্রধান দায়িত্ব। সেদিক থেকে সকলের সাথেই আমার হটলাইন।ওদিকে ইডেন কলেজ থেকেও মাঝে মাঝে আন্দোলনের আভাস দেখা যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



