তুমি কি দেখেছ স্বত্বার অন্তরালে অতি গোপনে,
ঘুমিয়ে থাকা কোন বৃদ্ধ কবি তেলাপোকা হয়ে ঘুরছে,
বৃথাই কাউকে নিয়ে দিনরাত ভাবছে,
বিবেকের বিষে জর্জরিত স্বত্বাগুলো আঁধার ঘরে ঢুকছে।
কিভাবে একটাই মোটা হাতি
অনেকগুলো পিঁপড়ার ঘর ভেংগে দিচ্ছে,
আমাজন বনের সব গাছের পাতা গিলছে,
যতই বেলা বাড়ে মোটা হাতির ক্ষুধা ততই বাড়ছে।
তোমার নাসিকা কি রক্তের গন্ধ পায় না?
তোমার নেত্র কি লাল রং দেখতে অক্ষম?
তোমার বিবেক কি শক্তিমান কোন রাষ্ট্রের
মধুর পিয়ালায় চুমুক দিচ্ছে?
নাকি তুমিও টমাহক হাতে নিয়ে আমাকে ভয় দেখাচ্ছ?
তোমাদের মৃত্যু আমাকে কাঁদায় না
তাদের মৃত্যুও আমাকে কাঁদায় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



