নতুন ঠিকানা
আমার ডানে সমুদ্র, বায়ে উপরে নিচেও সমুদ্র
পৌরাণিক চিন্তা স্রোত, নাগালের বাইরে তৃতীয় চোখ
হাজারে হাজারে জোড়া চোখ বেয়ে নামে কান্নার স্রোত।
লিখে রাখুন সে সমুদ্রের নামে বাংলাদেশ, সমূহ আঘাত
এতে কার হাত, এটা কার হাত।
কালো চোখের রূপসী, দীঘল কেশী
নির্ঝঞ্জাট ছোটখাটো নির্বিবাদী, নদীর পাড়ে তার ঈশকুল বাড়ী
এবেলা ও বেলা আসা যাওয়া, ঘোমটা এটে নত... বাকিটুকু পড়ুন

