সকল নর্থ বেঙ্গল মানে উত্তর বঙ্গের ব্লগারদের প্রতি দৃষ্টি আকর্ষন
সকল নর্থ বেঙ্গল মানে উত্তর বঙ্গের ব্লগারদের বাংলা ৬ষ্ঠ ব্লগ দিবসের শুভেচ্ছা ।আমি উত্তর বঙ্গ মানে ঠাকুর গাঁওয়ের ব্লগার ঢাকায় রামপুরায় আছি । আপনেরা যারা উত্তর বঙ্গ বিশেষ করে
সিরাজ গঞ্জ,বগুড়া,রংপুর, দিনাজপুর,সৈয়দপুর,নীলফামারী, দিনাজপুর বীরগঞ্জ, ঠাকুর গাঁও,পঞ্চগড়ের,এবং তেতুলিয়ার ব্লগার প্রতি দৃষ্টি আকর্ষন করছি । ঐ সব এলাকার ব্লগার যারা ঢাকার রামপুরা, মালিবাগ, মধ্যেবাড্ডা,উত্তরবাড্ডা,শাহাজাদপুর,নতুন বাজার,গুলশান ২ এবং গুলশান১,নদ্দা,কোককলা,বসুন্ধধারা,কুড়িল চৌরাস্তা,বিশ্বরোড,এলাকায় আছেন এবং ব্লগ দিবসে থাকবেন আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষন করে বলছি আসুন আমরা সমমিলিত ভাবে সকলে মিলে কিছু কিছু অর্থ দিয়ে নিজেরা রামপুরা হাতির ঝিলের পাশে বসে একসাথে ব্লগ দিবসের দিন চা আড্ডা এবং বাংলা ৬ষ্ঠ ব্লগ দিবস পালন করি । উত্তর বঙ্গের সকল ব্লগার ভাই,বোনদের পক্ষ হোতে সামুর ব্লগ এবং সামু ব্লগের সকল ব্লগটিম ভাই,বোনকে এবং এই ব্লগ প্লাট ফরমের সকল ব্লগার ভাই,বোনকে বাংলা ৬ষ্ঠ ব্লগ দিবসের এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিন্দন জানাই ।