ইবলীস শয়তানের বউয়ের নাম.....!
.
ধর্ম সংক্রান্ত বিষয়ে আমার জ্ঞান খুব-ই কম কিন্তু জানার চেষ্টা থেকে বিষয়গুলো শেয়ার করার প্রয়োজন অনুভব করছি,
.
আমরা সবাই জানি ইমাম আবু হানিফা সুন্নি 'হানাফি মাযহাবে'র প্রধান ব্যক্তিত্ব ছিলেন ৷
.
উনি ব্যবসা করতেন, ব্যবসায়ে খুব নাম ডাক ছিলো,
.
ইমাম শাবী রহ. তাকে ইলমের ব্যাপারে উৎসাহিত করার আগ পর্যন্ত তিনি এ ব্যবসাকেই নিজের ক্যারিয়ার হিসেবে নিয়েছিলেন!
.
সুতরাং ইমাম শাবী রহ. ইমাম আবু হানিফার গুরু ছিলেন, যার মাধ্যমে তিনি হেদায়ত প্রাপ্ত হয়েছিলেন,
.
ইমাম শাবী রহ. খুবি-ই হাসিখুশি ছিলেন এবং বিখ্যাত ছিলেন খুব সহজে যে কোন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ৷
.
একদিন জনৈক লোক তাকে এসে জিজ্ঞেস করলেন, ইবলীস শয়তানের বউয়ের নাম কি?
.
আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা ইসলামের কথা শুনলে কিংবা বিব্রত করার জন্য হলেও এমন আজগুবি প্রশ্ন করে থাকে,
.
আমরা তখন তাদের কথা শুনে মাথা গরম করি সেটা বুঝতে পারা হলো তাদের সফলতা!
.
কারো যদি মাথায় সেট করা থাকে আপনাকে কিলাবে সে আপনি ডানে ফিরে থাকলে 'ডানে ফিরে আছোস কেন্' বলে মারবে আর বামে ফিরে থাকলে 'বামে ফিরে আছোস কেন্' বলে মারবে!
.
সুতরাং ডান পন্থী, বাম পন্থী কোন বিষয় না, বেপারখানা হলো যে মাথায় যে উদ্দেশ্য সেট্ করে রাখছে সে সেটা বাস্তবায়ন করবেই,
.
তাই আমাদের উচিত তর্ক বিতর্ক না করে আরো বেশী করে জানার চেষ্টা করার ৷
.
শয়তানের বউয়ের নাম কি, এমন প্রশ্ন শুনে ইমাম শাবী রহ. ক্ষেপে যাননি বরং তাকে মিষ্টি কন্ঠে মৃদু হেসে জবাব দিলেন, 'ইবলীস শয়তান তার বিয়েতে আমাকে দাওয়াত করেনি!'
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




