ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু বলেছিলেন, 'হিন্দু আর মুসলিমদের মধ্যে আমি কোন পার্থক্য দেখি না। হিন্দুরা দূর্গার পূজা করে আর মুসলিমরা দরগাহতে পূজা করে। একজন মূর্তি বানিয়ে পূজা করে তো আরেকজন কেউ মারা গেলে তাকে কেন্দ্র করে পূজা করে।'
.
এই জিনিসটা একজন হিন্দু পন্ডিত বুঝতে পারে অথচ আপনি মুসলিম হয়ে বুঝতে পারলেন না!
.
আল্লাহ নিজে বলেছেন, আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করবো। তুমি কি চিন্তা করো তা ও আমি জানি। আমি তোমার নিকটতম ঘাড়েরও কাছে।
.
তৎকালীন কাবা ঘরে ইব্রাহীমের আ. এর ধর্ম পালন করা হতো কিন্তু তা সুস্পষ্ট শিরক ছিলো, কেনো জানেন? তারা মূর্তির উছিলায় কিংবা মাধ্যমে এক আল্লাহর কাছে চাইতো।
.
কাল কেয়ামতের মাঠে মানুষ যখন ক্লান্ত হয়ে বলবে, জাহান্নামে গেলে গেলাম তবুও বিচার শুরু হোক। আর সহ্য হচ্ছে না। তখন মানুষ আদম আ. এর কাছে যাবে কারণ সে প্রথম মানুষ যাকে আল্লাহ সৃষ্টি করেছেন। আদম আ. সাহস করবে না আল্লাহকে বলার মানুষ তখন যাবে নূহ আ. এরপর মূসা.... এভাবে শেষ পর্যন্ত মহানবী স. এর কাছে গেলে প্রিয় নবীও বিচার শুরু করেন এই কথা বলার সাহস করবে না বরং সেজদায় পরে থাকবে যতক্ষণ না আল্লাহ অনুমতি দেন।
.
আর আমরা সেই আল্লাহর ক্ষমতাকে তুচ্ছ মনে করে অন্যের মাধ্যম হয়ে আল্লাহকে খুঁজি। ব্যাটা! শয়তানের মতো বড় ইবাদতকারীকে আল্লাহ বাতিল করে দিয়েছেন নূন্যতম অহংকার করার জন্য। আর তুমি আমি কে?
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



