মার খাচ্ছিলাম...গত কয়েকটা বছর ক্রমাগত মার খাচ্ছিলাম। আজ সকালেই টের পেলাম দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর এভাবে চলতে দেয়া যায় না। ঘুরে দাঁড়ালাম।
পৃথিবীতে রোজ অগণিত মানুষ মার খায়। তাদের মধ্যে অনেকেই ঘুরে দাঁড়িয়েছে এবং হেসেছে আত্মতৃপ্তির হাসি। আর আমি...? আমিও ঘুরে দাঁড়িয়েছি। দুইটা হাত, দুই পা আছে আমার। আছে শিক্ষাগত যোগ্যতা। কম্পিউটারের সামনে বসে লিখতেও পারি। তাহলে কেন আমি এতোদিন পড়ে পড়ে মার খেতে দিলাম নিজেকে? সেই প্রসঙ্গে যাবো না। সামনের দিকে পথ হাঁটার কথা। তাই হাঁটি বরং!
ব্লগ অনেক মানুষকেই মানসিক দাসত্ব থেকে মুক্তি দিয়েছে। আর আমার লিখতে ভালো লাগে। ভালো লাগে মানুষের দুখসুখের কথা পড়তে। ব্লগ অবশ্য আমার জন্য নূতন প্লাটফর্ম নয়, অনেক বছর আগে ব্লগে এসেও টিকতে পারিনি। ব্যক্তি রাজনীতির খপ্পড়ে পড়ে পালাতে হয়েছিল। আসলে যতদিন নিজের জন্মস্থানে ছিলাম মানে যেখানে আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা, কর্মজীবনের শুরু...সেই এলাকাটা ছেড়ে বিরাট এই নগরীতে পা রাখার পর থেকেই ধুমধাম মার খাওয়ার শুরু। তেমনি একটা অধ্যায় ব্লগ। চেনা বন্ধু, দেড় যুগের চেনা বন্ধু যে ব্লগ রাজনীতিতে নেত্রী গোছের কেউ, সেটা জানতাম না, জানার কথাও নয়, তখন তো সবে ব্লগ ব্যাপারটাই চিনতে শুরু করেছি। ...আচ্ছা এই গল্পটাও থাক।
আমি আবিদা সিদ্দিকী নই। এখানে যা আমি বলছি, যা যা আমি বলবো সবই সত্য কথন, সত্য তথ্য হবে বিশ্বাস করুন, শুধু নামের প্রথম অংশটাই ধার করা। কিছুতেই প্রকৃত নামে নিজেকে দাঁড় করাতে পারলাম না। কারণটা অনেকেই বুঝবেন। ওই যে বললাম মার খাচ্ছিলাম। ওইসব উপকরণ তো আশপাশেই ওঁৎ পেতে থাকে। আবার এসে হয়তো টুঁটি চেপে ধরবে। তবে এইটুকু আশ্বস্ত করতে পারি, আমি বিখ্যাত কেউ নই। খুব হালকাপাতলাভাবে যারা আমাকে চিনতেন, তাদের সাথেও যোগাযোগ নেই বেশ অনেক মাস কিংবা কয়েক বছর ধরে। তাই এখানে আমাকে কেউ চেনেন সেরকম সম্ভাবনা প্রায় জিরো।
আপনারা যারা এই লেখাটা পড়ছেন বা চোখ বুলিয়ে নিচ্ছেন, তাদের বলবো আমার পাশে থাকুন। আর যারা চাইবেন না তারা প্লিজ নেতিবাচক বক্তব্য এনে আমার পথ চলা "শুরু"-কে "দ্য এন্ড" করে দেবেন না। আমি রোজ একবার করে মরে যাচ্ছিলাম। আজ সকালেই ঠিক করেছি, বাঁচবো। যদি একদিন বাঁচি, তাও মানুষ হয়ে বাঁচবো। আপনাদের শুভকামনাকেই আমি আমার জন্য প্রার্থনা বলে ধরে নেব।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



