২০০৬ সালের কুরবানির ঈদের সময়টায় আমি যখন আম্মার অভাববোধজনিত কারণে নিঃসঙ্গতায় দিন কাটাচ্ছি, তখনই শুনি সামহোয়্যার ইন ব্লগের কথা। আমার এক বান্ধবী ঢাকা থেকে ফোনে জানালো যে সে লিখার জন্য সাংঘাতিক একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছে, সেটা হলো ব্লগ। ব্লগের নাম সামহোয়্যার ইন ব্লগ। আম্মা হজে গেছেন, তাঁর ঘরে তাঁর বিছানায় দিনযাপন করি, বিছানার উপরেই আমার যাবতীয় জিনিসপত্র। গোসল, খাওয়া ইত্যাদি ছাড়া বাকি সময় বিছানার উপরই কাটাই। নোকিয়া ২৬০০ ক্লাসিক হাতে। বান্ধবী আমাকে লগ ইন করা শেখাতে উঠেপড়ে লাগলো। অপেরা মিনির সাথে পরিচয় হলো। কিন্তু কিছুতেই কিছু হয় না। পরে জিপি কেয়ারে গিয়ে জানলাম আমার মোবাইল সেট জাভা সাপোর্টেড না...বান্ধবীটি আবার কোনকিছুতেই আগ্রহ দীর্ঘদিন ধরে রাখতে পারে না। সামু নিয়ে থার প্রবল আগ্রহও কয়েক মাসের মাথায় মিইয়ে গেল। ব্লগে বানানো বন্ধুদের সঙ্গে অন্য ব্লগে চলে গেল। অবশ্য শেষ পর্যন্ত কোনো ব্লগেই আর থাকেনি। ভার্চুয়াল রিলেশনগুলোকে মনিটরের ভেতর থেকে মাটিতে নামিয়ে আনার ফলাফল সবসময় কি আর মধুর হয়?
দু'বছর পর ঢাকায় আসি। এরপর নিজেও ব্লগের জগতে ঢুকে পড়ি...
সামহোয়্যার ইন সফলতার সঙ্গেই এতোগুলো বছর পার করে দিলো। আমিও অনেকদিন বাদে লেখালেখি কিংবা আত্মস্বাধীনতার চর্চার জন্য যখন ব্লগীয় প্ল্যাটফর্ম খুঁজছি, তখন এই সামুতেই অনেকের আনাগোনা দেখলাম। ভিন্ন ভিন্ন স্বাদের লেখা পেলাম। তাই এখানেই স্থির হয়ে গেলাম। সামহোয়্যার ইনের কারণেই জীবনে প্রথমবারের মতো বাংলায় টাইপ করা শব্দ প্রকাশের আনন্দ অনুভব করতে পেরেছিলাম। ইশ! কতোই না কষ্ট হতো তখন টাইপ করতে।
সামহোয়্যারের পথচলা অব্যাহত থাকুক। অনেক শুভকামনা। শুভ জন্মদিন।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



