চেনা জানা এই ঘাটে কতবার এসেছি ।
অচেনা অজানা মানুষেরা নিত্যই ভেরায় তাদের তরী । আমার ভেসে চলা ভেলা থামানো হয়নি কখনও এখানে । আজ আমিও ভিড়লাম । আমার ছোট্ট ভেলা থামলো আজ এতদিনের পরিচিত এই ঘাটে ।
কত মানুষ, কত ভাবনা ! আমার কেবলই নিজের মনে গুনগুন করা, নজর বাড়িয়ে দিগন্ত দেখা । ব্যাস, এটুকুই । আর চলতি পথে নিজের সাথে নিজেরই কথা বলা । নিজের জন্য নিজেই ধাধা বাধা । আবার নিজেই তার জবাব বের করা । মাঝে মাঝেই হঠাৎ মনে হয়, থাক, এ ধাধার জবাব বের করে কাজ নেই । কার কাছে এমন দিব্যি দিয়েছি যে সবকিছুর উত্তর বের করতেই হবে । সব কিছু জানতেই হবে ? থাকনা কিছু জিনিষ অজানা । না হয় তাতে হলামই বা নিজের কাছে পরাজিত, কিন্তু জিতিয়ে যাকে দিলাম, সেওতো আমিই ।
মাথার ভেতর চলতে থাকে বেশ মজার খেলা । এ খেলায় কাউকে সঙ্গী করতে নেই, কাউকে সাথে নিতে নেই । একাএকা দিনমান চারপাশ দেখা আর ধাধা বাধা। খেলতে খেলতে মাঝেমাঝেই মনে হয়, "আরে তাই তো, এটা এমন কেন ?"
খুব চেনা কোন মুখ দেখে হঠাৎ নাম মনে পড়ে না । আবার হঠাৎ করেই কাউকে দেখে মনে হয় "কোথায় যেন দেখেছি !" চিনবার জন্য মুখের দিকে ভালো করে তাকাই । চেনা যায় না, চিনতে পারিনা । কেবল দেখি মুখ জুড়ে তার মেঘের ছাপ । কারও মুখে নদীর স্রোত, কারও মুখে গাছের ছায়া, কারওবা মুখে বৃষ্টির ফোটা । ভালো লাগে । এত্তো ভালো লাগে এই অপরিচিত মানুষগুলোর মুখের ক্যানভাসে হাজারো রঙ্গিন ছবি দেখতে যে মনের গহীন থেকে টেনে বার করতে ইচ্ছা করে সেই মুখগুলোর পরিচয় ।
কি দরকার ! যা বয়ে যাচ্ছে তা যাক না । আমিও তো ভেসে বেড়াই । এখান থেকে ওখানে । তারপর ঐ, ঐখানে, যেখানে চেনা অচেনা সবমুখ একাকার ।
তারপর, আবার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



