
১৯ ডিসেম্বর ২০২০ সমাগত! অথচ ব্লগদিবস নিয়ে কোন সাড়া পাচ্ছি না । বুঝলাম করোনা'র সাথে আরো অনেক কিছু আছে, কিন্তু সবকিছুর সমাধান তো মানুষকেই করতে হবে। ব্লগাররা তো মানুষ!

চাঁদগাজী সাহেব আমেরিকায় বসে সবকিছুর সমাধান করছেন, রাজীব নুর এখনো ভবঘুরে, বিদ্রোহী ভৃগু সাহেব টং এর উপর উঠে পড়েছেন, খায়রুল আহসান মহাশয় কবিতায় জীবন অনুসন্ধানে ব্যস্ত, ডঃ এম এ আলী পরশ পাথর হয়ে গেলেন, আহমেদ জী এস মহা বেকুব সেজে মৃত্তিকায় নর্তকীর ছায়া দেখছেন,
নূর মোহাম্মদ নূরু চাচা মহা জীবনীদের জীবনে প্রবেশ করে আর ফিরলেন না, কাল্পনিক_ভালোবাসা ব্লগের জন্য বিজ্ঞাপন খুঁজছেন, ব্লগার জুন ভ্রমন করতে করতে নিরুদ্দেশের পথিক, ব্লগমাতা জানা'র কোন খোঁজ নাই!!
আর বাকী সবাই এই আছে এই নাই।
ব্লগ ডে হবে কি করে??
বলি, ব্লগ দিবস হবে কি করে!!
.
.
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



