
বাসা খুঁজতে গিয়ে উঠেছিলাম ১৫ তলা বাসার ছাদে। আশে পাশে চোখ ঘুরিয়ে দেখি আহা এযে চিরচেনা এলাকা। চোখ বাড়ালেই কমলাপুর স্টেশন। মন বাড়ালেই বাংলাদেশ ব্যাংক, পা বাড়ালেই থুক্কু পইড়া যাইমু বাড়ামু না। ইট পাথরের শহরে আর কী আশা করা যায়। চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং, গাছপালা দিন দিন কমেই আসছে। আমরা যে বাসায় আছি, তার সামনেই দশতলা বিল্ডিং উঠবে। এখন পশ্চিমে ফাঁকা অনন্ত আকাশ দেখতে পারি। দেখতে পারি বাংলাদেশ ব্যাংক কলোনির মাঠ। এই বিল্ডিং উঠলে আর কিছুই দেখা যাবে না । না আকাশ না খোলা মাঠ। এত বন্দি থাকতে কার ভালো লাগে। অথচ এই বন্দিত্ব নিয়েই কাটাতে হবে সারাজীবন । সারাজীবন কথাটা ভুল আল্লাহ কোথায় কার রিযিক রাখেন কে জানে।
তাসীনের বাপ সাথে ছিলো, উড়াধুরা কিছু ক্লিক দিয়েছি। শান্ত স্থির থেকে কখনো ক্লিক করা হয় না আমার। এখানে কোন ছবি সুন্দর কোনটা সুন্দর না সেটা কথা না । আসল কথা হলো ঢাকা শহর দেখুন মানে মতিঝিল এলাকা। উপর থেকে এই গুড়া ভাঙ্গা শহর দেখতে ভালোই লাগে।
কমলাপুর স্টেশন দেখতে বেশী মজা লাগে। বেশী পরিচিত লাগে। এখান থেকেই যাত্রা শুরু হয় প্রিয়জনদের কাছাকাছি যাওয়ার। কাজেই এই জায়গাটা আমার বেশী আপন।
একই রকম ছবি হতে পারে কয়েকটা, তবে একটু আগে পিছে করে তুলেছি, কাছে দূরে। এ নিয়েও কথা বলা যাবে না। কেবল শহর দেখুন।
ছবির ক্যাপশন ছবি দেখেই যে যার মতন দিতে পারেন।
০২।

০২।

০৩।

০৪।

০৫।

০৬।

০৭।

০৮।

০৯।

১০।

১১।

১২।

১৩।

১৪।

১৫।

১৬।

১৭।

১৮।

সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



