
©কাজী ফাতেমা ছবি
রঙ বদলের এই জীবন, মন বুঝি না কারো,
বিশ্বাস করে ঠকে গিয়ে মনে বিষাদের রঙ গাঢ়,
এখানে চুমুকে নিঃশেষ হয় চায়ের জল,
বিশ্বাসে হেরে জীবনের রঙ হয় অনুজ্জ্বল!
কার মনে কী, কে বা জানে,
কে বা ছুটে যায় কার টানে,
এখানে উপকার করেও যায় না পাওয়া কৃতজ্ঞতা,
এখানে একেকজনকে বেঁধে রাখে স্বার্থের সুতা।
কেউ খেয়ে গিয়েই রটায় উপকারীর দুর্নাম,
এখানে ভালো কাজে যারা, পায় কটুক্তির ইনাম,
চায়ের কাপে আড্ডা জমা রেখে কেউ
অন্যের কাছে তুলে বদনামের ঢেউ।
যায় না বুঝা আর মানুষের মন
সব ছেড়ে চা হাতে খুঁজি তাই নির্জন
এখানে কথা বলতে হয় মেপে মেপে,
কোন কথার সূত্র ধরে, কে জানি ধরে গলা চেপে।
এখানে চায়ের ধোঁয়ার মত ওড়ে কথা
অনুভূতিগুলো কবেই যেন হয়ে গেল ভোঁতা,
তৃপ্তি নেই চায়ে, তৃপ্তি নেই সম্পর্কে,
কেউ মিথ্যে যুক্তিতেই জিতে যায় তর্কে।
এখানে আর বসে না চায়ের আসর,
কেউ কারো জন্য সাজায় না মনে তার স্বপ্ন বাসর,
চায়ের ধোঁয়ার সাথে ওড়ে যায় বিশ্বাসের কণা,
চুপ কথার বুকে লুকাই, কেমন আছি তা আর বলবো না।
(স্যামসাং এস নাইন প্লাস, ঢাকা)
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



