
তোমার জন্য রক্ত গোলাপ, নেবে বন্ধু নেবে?
মনটা তোমার চিরতরে আমার করে দেবে?
বেজার মুখে আর কতকাল থাকবে বলো শুনি
কেমন করে তোমায় নিয়ে প্রেমের স্বপ্ন বুনি?
মনটা তোমার আমাকে দাও, মুগ্ধতার রঙ মাখাই
দাও না হৃদয় খুলে হাতে, আচ্ছা করে ঝাঁকাই;
মনটা কেন পাথর রাখো, মেঘের মত করো
আমার মনের হালটা এবার, ধরো বন্ধু ধরো।
আকাশ তুমি পাতাল আমি, মন ক্যাম্নে ছুঁই তোমার
বাসো ভালো এবার বাপু, আমাকে বেশুমার
দিনগুলো যায় বুড়ো হচ্ছো,উত্তাপ কেন কথায়?
বাঁধো আমায় বাঁধো তুমি, ভালোবাসার সুতায়।
মনের গতি দিই পাল্টিয়ে? মন ছেড়ে দাও মনে,
মুগ্ধতার রং মাখতে মনে, থাকো আমার সনে;
কত কথা বুকে জমা ,শুনতে ইচ্ছে আছে?
ব্যস্ততা আর কর্ম ভুলে, এসো তবে কাছে।
রাগী স্বভাব আর কতকাল, শরত হয়ে যাও না,
একটি বিকেল তোমার কাছে, আমার কিন্তু পাওনা।
রাগে গোস্বায় দিন কেটে যায়, রই না কাছাকাছি
তোমার আমার সাথে খেলছে, সময় কানামাছি।
চোখে তোমার রাগের পর্দা, খুলো বন্ধু খুলো
বিগত সব মান অভিমান, ভুলো তুমি ভুলো,
সমঝোতায় সাজাই চলো, মনের সংসার যতন,
কেউ কী হতে পারে বলো, কারো মনের মতন?
এমনি করে যাবে সময়, হাসি দুঃখ সুখে,
ভালোবাসি দাও না বলে, প্রেম পুষি আজ বুকে।
©কাজী ফাতেমা ছবি
(০২-১০-২০২৩)

ভালোবাসার কাব্য-১
ভালোবাসার কাব্য-২
ভালোবাসার কাব্য-৩
ভালোবাসার কাব্য-৪
ভালোবাসার কাব্য-৫
ভালোবাসার কাব্য-৬
ভালোবাসার কাব্য-৭
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




