মহান আল্লাহ তা'লা,তুমি রহমান
পৃথিবীতে যত প্রাণ,আছে বহমান
গুনগান গায় প্রভু,সবে নিরবধি
এই পাহাড় পর্বত,সাগর ও নদী।
বিশ্বজাহানের প্রভু,তুমি অধিপতি
করেছো দান মোদের,দুই চোখে জ্যোতি
সৃষ্টির মহিমা চোখে,দেখি অবিরত
বৃক্ষতরুলতা সব, প্রভু ধ্যানে রত।
তুমি মহান আল্লাহ,ধরার মালিক
যা আছে ধরার মাঝে,সবের খালিক
ইশারাতে চলে ধরা,যখন যাহা চাও
পাপে শাস্তি দুনিয়ায়,ইচ্ছে যদি দাও।
গুনাহগার যে আমি, চোখে দাও আলো
করুণা দিয়ো আমায়, রেখো তুমি ভালো।
©কাজী ফাতেমা ছবি
১০/১১/২০১৬