
ইট পাথরের শহরে শুধু ধুলোর কুয়াশা
এখানে প্রকৃতির বুকে উষ্ণতা বড়, যায় না বয়ে হীম হাওয়া;
কুয়াশার চাদরে ঢাকা একটি প্রহর চাই
চাই শিশির ভেজা মাটি,
এমন ইচ্ছে মনের ভিতর করে আকুলি বিকুলি।
ব্যস্ততার কাঁধে বসে এখানে কেবল নাকে টানি ধুলো,
ভেজা ঘাস নেই, নেই পাতার উপর বিন্দু বিন্দু শিশির,
পা রাখলেই ইট পাথর, মন রাখলেই বিতৃষ্ণার লহর;
আমি কুয়াশায় আচ্ছন্ন কিছু প্রহর চাই এবেলা।
হেমন্তের ঘ্রাণ টানতে চাই নাকে, জড়াতে চাই গায়ে চাদর,
নিঃশ্বাসে উড়াতে চাই ধোঁয়া, অথবা কথা বললেই
গরম চায়ের মত উড়বে ধোঁয়ার কুন্ডুলি,
শিশিরের স্পর্শ চাই, যেখানে হাঁটলেই ঘাসের শিশির
ভিজিয়ে দেবে আমার পা।
কাঁথা কম্বল জড়িয়ে শুতে চাই রাতের বিছানায়,
কান পেতে শুনতে চাই টিনের চালে শিশিরের টুপটাপ আওয়াজ,
এখানে কান পাতলেই শুনি যন্ত্র দানবের সুর,
ঘুম ভাঙ্গানির সুর রাতের ঘুম কেড়ে নেয় অনায়াসে ।
শিশিরে পা রেখে ভোরে দেখতে চাই সূর্যের উদয়,
আলো ফুটা সকালে শিশির বিন্দুর ঝলমলানি রাখতে চাই চোখে
রোদ্দুর সোনা রঙ নিয়ে যেখানে আলো বিলায়
যেতে চাই সেথায় সব পেরেশানি পিছনে রেখে।
শুকনো নদীর কিনারায় কুয়াশার সাথে গল্প জুড়তে চাই,
দেখতে চাই ঘাস ফড়িংয়ের উড়াউড়ি,
ভেজা পায়ে আগাতে চাই কুয়াশা ভেদ করে ভেজা মাটির পথে,
কবে যে আসবে সেই দিন, যেই দিন শীতের বুকে রাখবো এ মন।
©কাজী ফাতেমা ছবি
(১১/১১/২০২১)
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



