
মেয়ে তুমি ভাব ধরো, ছেলেদের মত
শার্ট প্যান্ট পরে হাঁটো, পথে অবিরত,
হিজাবেতে সাজগুজ মাথা থাকে ঢাকা
একদিকে ওড়নাটা, অন্য দিক ফাঁকা।
গিরার 'পরে পাজামা, একি বেশ ধরো
ছেলেদের সুন্নাত যে, তোমরাই করো,
উদ্ভট এ সাজগুজ, অশালীন লাগে
মেয়ে তুমি ছেলে হবে, শখ তাই জাগে?
ছেলে যদি সাজো মেয়ে, মেয়ে সাজো ছেলে
জেনে রেখো পরকালে, জাহান্নামে গেলে,
যাকে যেমন গড়েন, আমাদের প্রভু
তাতেই কল্যাণ থাকে, ভুলো না তা কভু!
শালীনতা ঠিক রেখে, করো সাজগুজ
নিজেকে দেখে সুখি, আয়নাতে রোজ।
©কাজী ফাতেমা ছবি
১৮/১১/২০১৮
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



