
একটি দুপুর অনায়াসে কাটিয়ে দিতে পারি তোমার সাথে,
একটি বেলা অনায়াসে ক্ষয়ে যেতে পারে টক ঝাল গল্প কথায়
একটি দিন মাটির উঠোনে যদি বসো হলুদাভ রোদ্দুর আভাতে
বাটি ভরে দেবো বাতাবীলেবুর ভর্তা মাখিয়ে লংকা চটকে
লবনের মূল্য বেড়েছে বলে তুমি টেনশন নিয়ো না অযথাই।
---
একটি হেমন্তের প্রভাত তোমায় দিতে পারি, যদি ভোরে ঘুম ভাঙ্গে
শিশিরের ঝুলে থাকার প্রহর যদি চাও ছুঁতে
অথবা ফড়িং প্রজাপতির উড়াউড়ি দেখাবো ঝিঙ্গে গাছের চাঙ্গে;
তোমার ঘুম ক্লান্তি উড়িয়ে দেবো মুগ্ধতার এক ফুঁতে।
--
সবুজ ছুঁতে যদি মন চায়, অনায়াসে দিতে পারি এনে,
চোখের তারায় যদি মুগ্ধতা চাও, তা'ও দিতে পারি,
দিতে পারি ভালোবাসার হীম ছোঁয়া, যদি নাও কাছে টেনে,
তোমার ক্লান্তির পিছনেও টেনে দিতে পারি আস্ত দাঁড়ি।
---
পাখির কলকাকলি মধুর সুরে যদি ভরাতে চাও মন
যদি পেতে চাও মনে অথৈ স্বস্তি, কাটাতে চাও বিষাদ
তবে ধরো হাতে আমার, চলো এক প্রভাতের পথে করি ভ্রমণ
কান পাতলেই শুনতে পাবে,প্রকৃতির তারে বাজছে সুখের নিষাদ।
---
বুক পিঞ্জরে পোষা দুঃখ পাখিটা, ছেড়ে দিতে যদি চাও অনায়াসে
সাহায্যে আসবো এগিয়ে, মুক্ত হাওয়ায় ছেড়ে দেবো দুঃখ পাখি
উড়ে যাবে বুকের বামে জমাট বাঁধা ব্যথা, ভুলে যাবে এতদিন
ছিলে অথৈ ব্যস্ততার আয়াসে;
হেমন্তের মিঠে হাওয়ায় সুখে ছলোচ্ছল হবে তোমার আঁখি।
---
গরম চায়ে চুমুক দিয়ে উঠোনে দাঁড়িয়ে দেখে নিয়ো শিশিরের আস্ফালন
দেখে নিয়ো উঠোনের ডান কোণে বাতাবীলেবুতে শিশির আছে ঝুলে
মনের ভিতরে এবার মুগ্ধতাদের করো যতনে লালন,
ভুলে যাও ক্যালকুলেটর, ব্যস্ততার ওযুহাত, আঁখি দুটো করো উম্মীলন
উপভোগ করো প্রকৃতি এবার, জরাজীর্ণ ঠেলে কুঁড়াও সুখ মুগ্ধতা মন খুলে।
©কাজী ফাতেমা ছবি
২১/১১/২০১৯
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



