
০১। দুষ্ট প্রেমের মিষ্টি মায়ায়, পড়ুক তোমার মন,
বাসবে ভালো আমার মত করো এমন পণ
প্রিয় তুমি হবে আমার, মনে প্রেম শিহরণ,
মনটা ব্যথায় হলে ভারী, করিয়ো স্মরণ।
ভালোবাসি বলো চুপে, এত ক্যান্ দ্বিধা,
এই এখনি মনের বিষাদ, জানাও আলবিদা।

০২। মায়া দয়া কম কী মনে, ভাবি তোমায় বসে,
তোমায় নিয়ে স্বপ্ন বুনলে, প্রেম অভাবে ধ্বসে,
মিছে মায়া মিছে এ প্রেম, নাও না মনের বাড়ি,
অসময়ে তাইতো টানি, প্রেমের পিছে দাঁড়ি;
যেটুক সময় আছে হাতে, বাসতে পারো ভালো,
বাত্তি জ্বালাও ভালোবাসার, মন করে দাও আলো।

০৩।
দিবানিশি থাকি বন্ধু প্রেমের নেশায় মাতাল,
তুমি শুধু ভরে রাখো, ইটে মনের চাতাল,
সেই চাতালে মন রাখি না, আঘাত পাবো বলে,
ভালোবাসি তবু ভাসাও, নীল বিরহ জলে।
ব্যাকুল মনের অস্ফুট সুর, শুনতে কী গো পাও না,
তোমার কাছে হাজার বায়না, প্রেম রয়ে যায় পাওনা।

০৪।
রাগ করো না বন্ধু তুমি, হাসিখুশি থাকো,
এই দুনিয়ার রঙ্গ মোহ, মনে নিয়ে মাখো,
ব্যস্ত হয়ে লাভ কী বলো, চনমনে রও অল্প,
এক বিকেলে ঘাসে বসে, করো প্রেমের গল্প,
দোষ দিয়ো না শুধু শুধু, গল্প বলা কালে,
প্রেমের রঙে সেজে গেয়ো, নেচো তালে তালে।

০৫। মায়ার বাঁধন যায় না ছিঁড়ে, তাইতো থাকি কাছে,
এসো দুলি প্রেমের দোলনায়, রশি বাঁধি গাছে,
প্রেম বিরহ নেই আমাদের, থাকি নাকো দূরে
একঘেঁয়েমী পেয়েছে তাই? গাও বিষাদের সুরে?
চলো পাল্টাই মনের ধরণ, ঘুরি ফিরি বিশ্ব,
নইলে বাপু সুখ অসুখে হয়ে পড়বো নিঃস্ব।
©কাজী ফাতেমা ছবি
২৫/১১/২০২১
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



