
মন বিষণ্ন হলে একা হয়ে যাও,
ভাসো ডুবো ভাবনার জলে,
তুমি হাঁস হয়ে যাও, একলা হাঁস;
সাঁতার কাটো আনমনা জলের ঢেউয়ে।
যখন ব্যথা দিয়ে কেউ হাসে,
মুচকি হেসে ফিরে যাও আপন ভাবনায়,
তুমি হাঁস ভাবো নিজেকে,
যত ব্যথা - জলে ভাসিয়ে ভাসো ছলোচ্ছল জলে।
যখন কষ্ট এসে দলা পাকায় গলায়;
দীর্ঘশ্বাস ছেড়ে একাকি হও - দাও সব সুজন পিছনে ঠেলে,
কাঁদো, অথবা বন্ধ করে চোখ - অতীত ভাবো;
তুমি জলের থই থই ঢেউয়ে গলা ডুবিয়ে জলের স্পর্শ নাও;
কষ্টগুলো জলের তলে হয়ে যাবে নাই।
তুমি যদি দীর্ঘশ্বাস পুষো, তুমি হেরে যাবে;
তার চেয়ে ঢের ভালো একা হয়ে যাও;
একা একটা হাঁস ভাবো নিজেকে;
জলের উপর আনমনে ভেসে বেড়াও - এক উদাস দুপুরে।
=====================================
©কাজী ফাতেমা ছবি
২৬/০১/২০২৫
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


