আমি পেশায় পুরকেৌশলী। চাকরীসূএে বাহরাইন এ বসবাস প্রায় বছর দুয়েক।সম্প্রতি আমার পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় Bangladesh Embassy তে গিয়েছিলাম নবায়ন করতে।
এখানে বলে রাখা ভাল পাসপোর্ট এ আমার পেশা ছিল Student. তো নবায়ন এর Fee এর কথা শুনে আমি তো হতবাক। যাদের পেশা চাকরী তাদের নবায়ন Fee হচ্ছে বাংলাদেশী টাকায় প্রায় ২০০০/= টাকা আর ছাএ হলে নবায়ন Fee হচ্ছে প্রায় ৮০০০/= টাকা।
CAN YOU BELEIVE ???!!!
অর্থাৎ একজন ছাএকে একজন চাকরীজীবির তুলনায় Fee দিতে হবে প্রায় ৪ গুন। হায় সেলুকাস কি বিচিএ এই দেশ!!! কি বিচিএ এর নিয়মকানুন!!!
N.B.---- এই ব্যাপারে আমি জানতে চেয়েছিলাম আমার পাকিস্হানী বন্ধুদের কাছে ওদের নিয়ম কানুন। They have informed me that if any pakistani send more than one thousand us $in a year through proper channel their renewal will be free.
হায়
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




