আমাদের দেশের তরুন তরুণীরা এখন আরো বেশী আধুনিক হয়ে গেছে, তার প্রমান রাস্তায় বেরহলেই দেখতে পাই। কথা হল এত আধুনিকতা তারা কোথা থেকে শিখেছে?
জবাবটা হল, আমাদের দেশে বিদেশী চ্যানেল গুলোই তার প্রধান কারন। আর ইন্ডিয়ান অশ্লীল চ্যানেলন গুলোতো সবচেয়ে বেশী ভূমিকা পালন করে। বলবেন কেন শুধু ইন্ডিয়ান চ্যানেল গুলোর কথা বলছি ? অবশ্যই কারন আছে,
১. ইন্ডিয়ার অধিকাংশ চ্যানেল অশ্লীল অনুষ্ঠান প্রচার করে।
২. পারিবারিক অশান্তির মূল কারন হল ইন্ডিয়ান সিরিয়াল। যার প্রতি আমাদের মাবোনেরা অতি মাত্রায় আসক্ত।
৩. প্রতি বছর ইন্ডিয়ান চ্যানেল দেখার জন্য প্রায় ১২০০ কোটি টাকা দিতে হয়।
৪. অশ্লীলতার মাত্রা বাড়ার পেছনে ইন্ডিয়ান মুভিগুলো বড় ভূমিকা পালন করে।
ইত্যাদি ইত্যাদি ইত্যাদি........................।
আরো অনেক কারন আছে , আমি ইন্ডিয়ান চ্যানেল গুলো দেখি না তাই জানি না।
ওরা আমাদেরকে মানুষ মনে করে না, তার প্রমান প্রতিদিন সীমান্তে BSF রা গরু চোরের নাম করে নির্বিচারে বাঙ্গালিদের হত্যা করছে।সীমান্ত এলাকায় মাদক দ্রবের কারখানা তৈরির পেছনে মূল উদ্দেশ্য হল বাংলাদেশীরা যেন সহযেই ওদের মাদক দ্রবগুলো ক্রয় করতে পারে।তাদের চ্যানেল গুলো আমরা কেন দেখব? ওদের চ্যানেল গুলো কখনো আমাদের কোন ভাল খবর প্রচার করে না। কিন্তু ইন্ডিয়ার তেলাপোকারো কিছু হলে তা বিপুল সমারোহে প্রচার করে আমাদের দেশের মিডিয়া।আমাদের দেশকে ইন্ডিয়ান খারাপ চ্যানেল গুলোর হাত থেকে বাঁচাতে হলে ওমাদের এগিয়ে আসতে হবে। এই বিষয়ে আপনাদের সু চিন্তিত মতামত আশা করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




