যাকে নিয়ে গতকাল "আদেশ করুন মগারাজ" লেখাটি লিখেছিলাম সে যখন লেখাটি পড়ল তখন মুখে চুক চুক শব্দ করে বলল আহারে! সারা দুনিয়ার মানুষ এটা পড়ল আর তুই কি না আমার নামটা পর্যন্ত উল্লেখ করলি না! যদি উল্লেখ করতি তাইলে তো আমি বিখ্যাত হয়া যাইতাম! কেউ তার নাম জিজ্ঞেস করলে সে খুব আগ্রহ করে বলে S. M ABDAL যা শুনতে কিছুটা S. M আবডাল(abDAL) ! এর মতই শোনায়!
তার বিখ্যাত হওয়ার খুব শখ। বিখ্যাত হ্ওয়ার জন্য সে কি না করেছে! নিজের টাকা খরচ করে রম্য নাটক বানিয়েছে(যদিও কেউ দেখেনি!), তাতে কি হয়েছে সে তখনও থেমে থাকেনি। দুই নাটক নির্মাতা তার টাকায় ভালই দিন গুজরান করছেন! S. M আবডাল(abDAL) শুধু এই সবের খবর ই পায় করতে পারে না কিছুই! দেখুন তো আপনারা এইবার তাকে একটু(!) (বেশি নয় কিন্তু, বেশি হলে আমাদের আবার চিনতে পারবে না! এটা তার পুরানা রোগ!) বিখ্যাত করতে পারেন কি না!
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



