শান্ত হল মন খুজে আপন জন
গাং চিলের ডানায় দিলাম এক আকাশ নীল
মেঘে মেঘে ভালবাসার আজ হবে মিছিল,
প্রয়োজনে বৃষ্টি হবে ভিজিয়ে হৃদয়
ভালবেসে শুদ্ধ হব ভেঙ্গে পরাজয়।
অবহেলা অযতন অসময়ে অকারন
ক্ষমা করে দিয় ভেঙ্গে অভিমান এখন,
শান্ত হলে মন খুজে আপনজন
দেখ আমি ছাড়া তোমার কেউ আর নেই তেমন
যে বদলে দেবে তোমার পুরোটা জীবন।
ক্লান্ত হলে চোখ যথ দূরে হোক
দেখ আমি ছাড়া তোমার কেউ আর নেই তেমন
যে বদলে দেবে তোমার প্রতিটি স্বপন।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



