***. না না হুজুর আমি কোন দল করবনা। এভাবেই থাকব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। লিল্লা-যাকাত দিব। আল্লাহ্ আল্লাহ্ করব।
###. ভালো... তবে তোমাকে যে কোন ইস্লামিক দলের সাথে থাকতে হবে। কারণ আল্লাহ্ বলেছেন "তোমরা আল্লার রজ্জুকে একত্রে আকড়ে ধর।"
***.ওঁ..! তাইলে এক কাজ করা যায়, শিবির করব। আমাদের ক্যাম্পাসে দেখি ভালো ভালো ছেলেরা শিবির করে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামিক কার্যকলাপে সারাদিন ব্যস্ত থাকে। হ্যাঁ হ্যাঁ!! শিবির করব।
###.না না তওবা তওবা!! তাঁরা তো আল্লার নবীকে মাসুম মানে না। যাদের গুঁড়িই ঠিক নায় তাঁদের সাথে ক্যামনে থাকবে।
***. খাঁটি কথা..!! তাইলে হুজুর মুফতি আমিনির 'ইসলামি ঐক্যজোট' দলে যোগ দেই।
###, না না তওবা তওবা!! দেখেন তো নারী নেতৃত্ব হারাম। আর তাঁরা নারীদের নিয়ে জোট পাকাইছে। সবচেয়ে বড় কথা, তাঁরা জামাতের সাথে থাকে। নাজায়িজ! নাজায়িজ!! নাজায়িজ!!!
***, খাঁটি কথা..।তাইলে হুজুর 'খেলাফত মজলিস'? তাঁদের নামটি কি সুন্দর।তাঁরা তো ইসলামের সেই স্বর্ণ যুগ ফিরিয়ে দিতে চায়।
###, তওবা তওবা!! এদের চলাফেরা সন্দেহ জনক। কিছুটা জামাতি জামাতি লাগে। এই দলের নাম মুখে লওয়া যাবে না!!
***, ওঁ!! মধু মধু! তাইলে হুজুর আল্লামা আহমদ শফীর 'হেফাযতে ইসলাম' দলটি করি। তাঁদের লক্ষ কি ভালো, ইসলামের হেফাজত করা। সম্পুর্ণ অরাজনৈতিক দল। যদিও তাঁরা এখন ঘুমিয়ে আছে, তবে ইসলামের উপর কোন আঘাত আসলেই তাঁরা আলি'র মত ঠিকই হুঙ্কার দিবে। হ্যাঁ হ্যাঁ এই দল করব।
###, তওবা তওবা!! শুনেছি এই দলের ভিতর জামাত ডুকে গেছে। কক্ষনো না!! কক্ষনো না!!!!
***, তাহলে হুজুর ওলামা মাশায়েখ তৌহিদী জনতা সংহতি পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের দলে গিয়ে যোগ দেই। উনি তো বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়ার ইমাম। তিনিই একমাত্র ব্যক্তি, যিনি দিপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন-"আল্লাহর কাছে ইস্তিখারা করে আমি শাহাবাগে গিয়েছি "
###, অবশ্যই অবশ্যই!! কেন নয়? এত্ত সময়ে লাইনে আইলেন।
***, হুজুর আপনাকে অসংখ্য অগণিত ধন্যবাদ।
###, ইউ আর ওয়েলকাম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



