![]()
নিচের নিয়ম অনুযায়ী খালেদা জিয়ার নামে জিডি করুন।আপনার মোবাইল থেকেই নিচের ই-মেইল এ্যাড্রেসের মাধ্যমে খুব সহজে ই-মেইল করে জিডিটি করতে পারবেন।এবং আপনার জিডিটি সরকারীভাবে রেজিষ্ট্রিভুক্তহবে।
• ই-মেইল: bangladesh@poli ce.gov.bd.
# জিডির নমুনা
বরাবর
ভারপ্রাপ্ত কর্মকর্তা
………. থানা(এখানে আপনার এলাকার থানার নাম দিন)
জেলা...
বিষয়: অবরোধের নামে আগুনে পুঁড়িয়ে মানুষ হত্যার নির্দেশকারী খালেদা জিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন।।
মহোদয়,
আমি আপনার অবগতির জন্য লিখিতভাবে জানাচ্ছি যে, বিএনপি এবং ২০ দলীয় জোট প্রধান জীবন বিনাশি অবরোধ ডাকার ফলে তার নির্দেশে তারই দল এবং জোটের নেতা কর্মীরা প্রতিদিন দেশের সর্বত্র পেট্রোল বোমা মেরে রাস্তায় চলাচলকারী সাধারন যাত্রীদের হত্যা করছে।দৈনন্দিন কাজের তাগিদে দৈনিক আমাকে পথে বের হতে হচ্ছে।খালেদা জিয়ার সেই পেট্রোল সন্ত্রাসীরা যদি আমাকে পেট্রোল বোমা মেরে আহত করে বা হত্যা করে তাহলে তার জন্য সম্পুর্নভাবে খালেদা জিয়া দায়ী থাকবে।সে আমার আহত বা খুনের জন্য অভিযুক্ত হবে।
এই সাধারন ডায়েরি আমি সুস্থ মস্তিস্কে এবং কারো বিনা প্ররোচনায় দাখিল করলাম।
এমতাবস্থায় আমার আশংকার বিষয়টি ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য অনুরোধ জানাচ্ছি।
দাখিলকারী...(আপনার নাম)
ঠিকানা…
ফোন..
# প্লিজ প্লিজ প্লিজ,সবাই পোষ্টটি শেয়ার অথবা কপি পেষ্টের মাধ্যমে নিজের টাইম লাইনে পোষ্ট করে সবার প্রতি আহবান জানান।
এটা কপি পেষ্ট করে যার যার বন্ধুদের ইনবক্সে দিয়ে দিন।
কোটি কোটি সাধারন মানুষের 'জিডি' হলে নীতিগতভাবে প্রমান হবে খালেদা জিয়াই নির্দেশ দিয়ে মানুষ হত্যা করছে এবং দেশের সকল সাধারন মানুষের জীবনকে হুমকির মধ্যে রেখেছে ।
প্লিজ নিজে জিডি করুন,সবাইকে জিডি করতে অনুরোধ করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




