
ভাবছিলাম নতুন একটা পোস্ট দিব, কিন্তু মাথায় কোন আইডিয়া ছিল না।তাই ভাবলাম একটা ফটো ব্লগই দিয়ে দেই তাহলে।কি নিয়ে ফটো ব্লগ দেব-তাই ভাবছিলাম।ভাবলাম প্রাচীন ঢাকার কিছু ছবি নিয়ে একটা ফটো ব্লগ দেয়া যায়।প্রাচীন ঢাকার ছবি খুজতে গিয়ে আমাদের ভাষা আন্দোলনের কিছু ছবি পেয়ে গেলাম।তাহলে আসুন দেখি সেই উত্তাল সময়ের ছবিগুলো।
আমতলা গেটের সামনে মিটিং (২১শে ফেব্রুয়ারী ১৯৫২)



শহীদদের জানাযার পর বিক্ষুব্ধ জনতার মিছিল (২২শে ফেব্রুয়ারী ১৯৫২)

আর্টস বিল্ডিং এর ছাদে ছাত্রদের কালো পতাকা উত্তোলন (২২শে ফেব্রুয়ারী ১৯৫২)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের প্রভাতফেরী (২১শে ফেব্রুয়ারী ১৯৫৩)

শহীদ মিনারে শহীদ বরকতের মা(২১শে ফেব্রুয়ারী ১৯৫৬)

একুশের প্রথম
একুশের প্রথম শহীদ মিনার। মাত্র চারদিনের মাথায় পাকিস্তানী পুলিশ ও আর্মি শহীদ মিনার গুড়িয়ে দেয়। (২২শে ফেব্রুয়ারী ১৯৫২)

ঢাকা কলেজের পুরনো ক্যাম্পাসে ছাত্রীদের শহীদ মিনার নির্মান (ঢাকা ১৯৫৬)

একুশের প্রথম ডাকটিকেট

গনমাধ্যমের প্রতিক্রিয়া
দৈনিক ইত্তেফাকের শিরোনাম "নাজিমউদ্দিনের বিশ্বাসভঙ্গে বিক্ষোভের বিসুবিয়াস(ভিসুভিয়াস) পূর্ববঙ্গ"

ডৈনিক আজাদের শিরোনাম "ঢাকা মেডিকেল কলেজ হোস্টলে প্রাঙ্গনে ছাত্র সমাবেশের ওপর পুলিশের গুলিবর্ষন"

শহীদ মিনার- ১৯৬৩

শহীদ মিনার- এখন

বোনাসঃ একুশের প্রথম কবিতা
**ছবিগুলো নেয়া হয়েছে গুগল ও ফেসবুকের সৌজন্যে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




