ভালো লেখালেখি শুরু করা মাত্র হোসেইনকে ব্যান করা হইছে।
ব্যান মানে ব্যান,এক্বেরে আইপি শুদ্ধা ব্যান।
তবুও হোসেইন আবার ফিরিল।
কেন ফিরিল?
কী সেই গোপন কারন যে হোসেইনকে ফিরিতে বাধ্য করিল?
কেন হোসেইনের মামলা খারিজ হইলো?
কি কইয়া মাকুন্দা উকিল তার মামলা জিতিল?
ঈশ্বর কী আদেশ দিলেন অবশেষে?
কিভাবে হোসেইন স্বর্গচ্যুত হইয়া পুনরায় পৃথিবীতে ফিরিল?
এই সব গুপন প্রশ্নের জবাব পাবেন হোসেইনের লিখিত কাহিনী:
শেষ বিচারের দিন হোসেইনের মামলায় আচুলরা যখন আসামী
আপলোড হবে বাংলাদেশ সময় আনুমানিক রাত ১০টায়।
সবাইকে পড়ার আমন্ত্রন।
(আপলোডের টাইম একটু উনিশ বিশ হইতারে।কারন আইপি লুকানোর সফটওয়্যারখানকে বশে আনতে টাইম লাগতাচে।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



