somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দশম বর্ষপূর্তি পোস্ট

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ নয় বছর সাত দিন (নবম বর্ষপূর্তি পোস্ট)




One day I came from nowhere
And sat somewhere here,
To have a glimpse of what
You were blogging about.

Randomly I picked one post,
Read it in one breath almost,
And while reading it through,
Asked myself, why not me too?

That’s just how I’ve been here,
In a blog that is “somewhere”,
With an apt name,
Being true to its fame,
That has bound me in fraternity
And friendship among the community.

বলতে গেলে এভাবেই হঠাৎ করে আমার “সামহোয়্যারইনব্লগে” আসা। (পূর্বের আমার কোন একটি বর্ষপূর্তি পোস্ট থেকে পুনঃ উদ্ধৃত)।

গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনেকটা হঠাৎ করেই আমার নিজের ব্লগপাতার পরিসংখ্যানের অংশটুকুতে নজর আটকে গেল। দেখি, সেখানে লিখা আছে, “ব্লগ লিখেছিঃ ১০ বছর ২ ঘণ্টা। অর্থাৎ, এ ব্লগে আমার লিখালিখির ইতোমধ্যে দশম বর্ষপূর্তি ঘটে গেছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, দশম বর্ষপূর্তিতে গুছিয়ে একটা পোস্ট লিখবো এবং অতীতের কিছু স্মৃতিচারণ করবো। গত বছরের পোস্টে দুপুরে বসে গেলাম ল্যাপটপ নিয়ে। কিন্তু ‘বিধি মোর বাম’! কেবলমাত্র শিরোনামের অর্ধেক টাইপ করার পর বোধ করলাম, ব্লগের এবং নিজের লেখাগুলো পড়তে আমার ভীষণ কষ্ট হচ্ছে। চক্ষুপীড়া নিয়ে আগে থেকেই চিকিৎসাধীন ছিলাম। মনে হলো, কোন একটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় হয়তো এমনটি হয়ে থাকতে পারে। তাড়াতাড়ি ল্যাপটপ বন্ধ করে ডাক্তারের কাছে গেলাম। উনি পরীক্ষা করে একটা ড্রপ বদলে দিলেন এবং বললেন যে চোখের ভালো হতে থাকা ইনফ্লেমেশনটা পুনরায় দেখা দিয়েছে। ওনার পরামর্শে এতদিন লেখালেখি এবং পড়াপড়ি থেকে দূরে ছিলাম। গত দু’দিন থেকে একটু ভালো বোধ করাতে ওনার অনুমতি নিয়েই প্রতিদিন সামান্য সময়ের জন্য লেখালেখি এবং পড়াপড়িতে ফিরে এলাম। ইতোমধ্যে বর্ষপূর্তির ১৪টা দিন পার হয়ে গেছে। যাহোক, আমার বর্ষপূর্তির পোস্টগুলোতে সাধারণতঃ পাঠকদের জন্য তেমন কিছু থাকে না। বিশেষ করে গত ৪/৫ বছরের পোস্টগুলোতে। এগুলোতে আমি সাধারণতঃ আমার নিজের কিছু ব্লগ-পরিসংখ্যান নিয়ে ঘাটাঘাটি করি। এবারেও অনেকটা তাই করছি, তবে এবারে আমার অতীতের বর্ষপূর্তির পোস্টগুলোতে করা পাঠকদের কিছু ভালো লাগা মন্তব্য স্মরণ করে তাদেরকে ধন্যবাদ জানিয়ে নামোল্লেখ করছি। তাদের মধ্যে সিংহভাগ ব্লগার আজ দীর্ঘদিন ধরে ব্লগ থেকে নিরুদ্দেশ। তথাপি, তাদের জন্য অন্ততঃ আমার শুভকামনার সাক্ষ্যটুকু আমার ব্লগে থেকে যাক!

১। বর্ষপূর্তির হালখাতা - প্রথম বর্ষপূর্তিঃ
প্রকাশের তারিখঃ ১৩ সেপ্টেম্বর ২০১৬। পোস্টটি পঠিত হয়েছে ৬৮৮ বার, পাঠকের মন্তব্য এসেছে ৩৯টি, ‘লাইক’ এসেছে ১৫টি, পোস্টটি কোন পাঠকের “প্রিয় তালিকা”য় যায় নি। আমার বিবেচনায় শ্রেষ্ঠ মন্তব্যকারী পাঠক হয়েছেন মাহমুদ০০৭। সবার মন্তব্যই ভালো লেগেছে, তবে অন্যান্য যাদের মন্তব্য একটু বেশি ভালো লেগেছে (কোন ক্রমানুযায়ী নয়), তারা হলেনঃ পুলহ, বিদ্রোহী ভৃগু, সেলিম আনোয়ার, শামছুল ইসলাম, বিড়ালপ্রেমী ব্লগার অরুনি মায়া অনু, মাঈনউদ্দিন মইনুল, দিশেহারা রাজপুত্র, সায়েদা সোহেলী এবং চাঁদগাজী।

২। সামহোয়্যারইনব্লগে আমার ব্লগিং এর দ্বিতীয় বর্ষপূর্তিঃ
প্রকাশের তারিখঃ ১৪ সেপ্টেম্বর ২০১৭। পোস্টটি পঠিত হয়েছে ৯৭০ বার, পাঠকের মন্তব্য এসেছে ৫১টি, ‘লাইক’ এসেছে ২০টি, পোস্টটি দুইজন পাঠকের “প্রিয় তালিকা”য় স্থান পেয়েছে। আমার বিবেচনায় শ্রেষ্ঠ মন্তব্যকারী পাঠক হয়েছেন বিলিয়ার রহমান (৩২)। সবার মন্তব্যই ভালো লেগেছে, তবে অন্যান্য যাদের মন্তব্য একটু বেশি ভালো লেগেছে (কোন ক্রমানুযায়ী নয়), তারা হলেনঃ জাহিদ অনিক, শামছুল ইসলাম, কথাকথিকেথিকথন, ভ্রমরের ডানা, সেলিম আনোয়ার, আখেনাটেন, সনেট কবি (উনি তো মন্তব্যেই আমাকে নিয়ে একটি চমৎকার সনেট লিখে ফেলেছেন), মাঈনউদ্দিন মইনুল, সুমন কর, ঋতো আহমেদ, শাহেদ খান, পুলহ, আহমেদ জী এস এবং চাঁদগাজী।


৩। “সামহোয়্যারইনব্লগে” তৃতীয় বর্ষপূর্তি – ফিরে দেখাঃ
প্রকাশের তারিখঃ ১৪ সেপ্টেম্বর ২০১৮। পোস্টটি পঠিত হয়েছে ১১৩৮ বার, পাঠকের মন্তব্য এসেছে ৫০টি, ‘লাইক’ এসেছে ২৯টি, পোস্টটি কোন পাঠকের “প্রিয় তালিকা”য় যায় নি। আমার বিবেচনায় শ্রেষ্ঠ মন্তব্যকারী পাঠক হয়েছেন যৌথভাবে ক্লে ডল এবং করুণাধারা। সবার মন্তব্যই ভালো লেগেছে, তবে অন্যান্য যাদের মন্তব্য একটু বেশি ভালো লেগেছে (কোন ক্রমানুযায়ী নয়), তারা হলেনঃ বিদ্রোহী ভৃগু, পদাতিক চৌধুরি, কাওসার চৌধুরি, বনসাই, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, পদ্মপুকুর, নতুন নকিব, গিয়াস উদ্দিন লিটন, শিখা রহমান, সৈয়দ ইসলাম, মনিরা সুলতানা, জুন, জাহিদ অনিক, আহমেদ জী এস, অচেনা হৃদি, রাকু হাসান, কালীদাস এবং চাঁদগাজী।

৪। “সামহোয়্যারইনব্লগ” এ আমার আজ চতুর্থ বর্ষপূর্তি হলোঃ
প্রকাশের তারিখঃ ১৩ সেপ্টেম্বর ২০১৯। পোস্টটি পঠিত হয়েছে ৬৮০ বার, পাঠকের মন্তব্য এসেছে ৩৪টি, ‘লাইক’ এসেছে ২০টি, পোস্টটি কোন পাঠকের “প্রিয় তালিকা”য় যায় নি। আমার বিবেচনায় শ্রেষ্ঠ মন্তব্যকারী পাঠক হয়েছেন যৌথভাবে জাহিদ অনিক এবং মুক্তা নীল। সবার মন্তব্যই ভালো লেগেছে, তবে অন্যান্য যাদের মন্তব্য একটু বেশি ভালো লেগেছে (কোন ক্রমানুযায়ী নয়), তারা হলেনঃ মা.হাসান, আহমেদ জী এস, পদাতিক চৌধুরি, জুনায়েদ বি রাহমান, ল, নতুন নকিব, রাজীব নুর, বিদ্রোহী ভৃগু, নীল আকাশ এবং চাঁদগাজী।

৫। “সামহোয়্যারইন ব্লগ” এ আমার পঞ্চম বর্ষপূর্তি হলোঃ কিছু পরিসংখ্যানঃ
প্রকাশের তারিখঃ ১৬ সেপ্টেম্বর ২০২০। পোস্টটি পঠিত হয়েছে ৮৬৮ বার, পাঠকের মন্তব্য এসেছে ৪৪টি, ‘লাইক’ এসেছে ২৬টি, পোস্টটি একজন পাঠকের “প্রিয় তালিকা”য় স্থান পেয়েছে। আমার বিবেচনায় শ্রেষ্ঠ মন্তব্যকারী পাঠক হয়েছেন যৌথভাবে সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এবং পদ্মপুকুর। সবার মন্তব্যই ভালো লেগেছে, তবে অন্যান্য যাদের মন্তব্য একটু বেশি ভালো লেগেছে (কোন ক্রমানুযায়ী নয়), তারা হলেনঃ ডঃ এম এ আলী, করুণাধারা, শায়মা, পদাতিক চৌধুরি, অপু তানভীর, সোহানী, সেলিম আনোয়ার, মা.হাসান, আখেনাটেন, প্রামানিক, জুন, না মানুষী জমিন, মিথী_মারজান এবং চাঁদগাজী।

৬। “সামহোয়্যারইন ব্লগ” এ আমার ষষ্ঠ বর্ষপূর্তি হলো
প্রকাশের তারিখঃ ১৪ সেপ্টেম্বর ২০২১। পোস্টটি পঠিত হয়েছে ৭৬৮ বার, পাঠকের মন্তব্য এসেছে ৪৬টি, ‘লাইক’ এসেছে ২৭টি, পোস্টটি কোন পাঠকের “প্রিয় তালিকা”য় যায় নি। আমার বিবেচনায় শ্রেষ্ঠ মন্তব্যকারী পাঠক হয়েছেন জাদিদ। সবার মন্তব্যই ভালো লেগেছে, তবে অন্যান্য যাদের মন্তব্য একটু বেশি ভালো লেগেছে (কোন ক্রমানুযায়ী নয়), তারা হলেনঃ সাজিদ উল হক আবির, পদাতিক চৌধুরি, ঢুকিচেপা, নীল আকাশ এবং নীল-দর্পণ।

৭। অলখে চলে গেল ব্লগে আমার সপ্তম বর্ষপূর্তির দিনটি
প্রকাশের তারিখঃ ১৯ সেপ্টেম্বর ২০২২। পোস্টটি পঠিত হয়েছে ৭১০ বার, পাঠকের মন্তব্য এসেছে ৩৮টি, ‘লাইক’ এসেছে ২৪টি, পোস্টটি কোন পাঠকের “প্রিয় তালিকা”য় যায় নি। আমার বিবেচনায় শ্রেষ্ঠ মন্তব্যকারী পাঠক হয়েছেন ব্লগজননী জানা। সবার মন্তব্যই ভালো লেগেছে, তবে অন্যান্য যাদের মন্তব্য একটু বেশি ভালো লেগেছে (কোন ক্রমানুযায়ী নয়), তারা হলেনঃ জাহিদ অনিক, অঙ্গনা, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, সাড়ে চুয়াত্তর, পদাতিক চৌধুরি, সোহানী, ডার্ক ম্যান, স্বপ্নবাজ সৌরভ, মিরোরডডল এবং মনিরা সুলতানা।

৮। অষ্টম বর্ষপূর্তি পোস্টঃ আত্মদর্শন
প্রকাশের তারিখঃ ১৯ সেপ্টেম্বর ২০২৩। পোস্টটি পঠিত হয়েছে ৬০২ বার, পাঠকের মন্তব্য এসেছে ২৯টি, ‘লাইক’ এসেছে ২০টি, পোস্টটি কোন পাঠকের “প্রিয় তালিকা”য় যায় নি। আমার বিবেচনায় শ্রেষ্ঠ মন্তব্যকারী পাঠক হয়েছেন যৌথভাবে জুন এবং জাহিদ অনিক। সবার মন্তব্যই ভালো লেগেছে, তবে অন্যান্য যাদের মন্তব্য একটু বেশি ভালো লেগেছে (কোন ক্রমানুযায়ী নয়), তারা হলেনঃ মেহবুবা, ঢাকার লোক, আহমেদ জী এস, ডঃ এম এ আলী এবং অপু তানভীর।

৯। নয় বছর সাত দিন (নবম বর্ষপূর্তি পোস্ট)
প্রকাশের তারিখঃ ২১ সেপ্টেম্বর ২০২৪। পোস্টটি পঠিত হয়েছে ৬০৮ বার, পাঠকের মন্তব্য এসেছে ৩৫টি, ‘লাইক’ এসেছে ১৭টি, পোস্টটি কোন পাঠকের “প্রিয় তালিকা”য় যায় নি। আমার বিবেচনায় শ্রেষ্ঠ মন্তব্যকারী পাঠক হয়েছেন যৌথভাবে সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এবং জনারণ্যে একজন। দ্বিতীয়জন আমার এই একটি মাত্র বর্ষপূর্তি পোস্টেই মন্তব্য করেছেন। সবার মন্তব্যই ভালো লেগেছে, তবে অন্যান্য যাদের মন্তব্য একটু বেশি ভালো লেগেছে (কোন ক্রমানুযায়ী নয়), তারা হলেনঃ জুল ভার্ন, ঢাকার লোক, নীল-দর্পণ এবং করুণাধারা।

উপরের আটটি বর্ষপূর্তি পোস্টের মধ্যে কোনটিই ৬০০ বারের কম পঠিত হয়নি, সর্বোচ্চ পঠিত হয়েছে তৃতীয়টি, ১১৪০ বার। সর্বোচ্চ ‘লাইক’ও এসেছে তৃতীয়টিতে, ২৯টি এবং সর্বনিম্ন অষ্টমটিতে, ১৭টি। মাঝখানে বেশ কিছুদিন অন্যান্য অনেকের মতই আমারও ব্লগিং এর প্রতি আগ্রহে ভাটা পড়েছিল। বেশ কয়েকমাস কোন পোস্ট প্রকাশ করিনি। গত বছরে সারা বছরে পোস্ট করেছি মাত্র ১৭টি পোস্ট অর্থাৎ গড়ে প্রতিমাসে ১.৪২টি।। মন্তব্য করেছি ৬৫৩টি, গড়ে প্রতিমাসে ৫৪.৪২টি। মন্তব্য পেয়েছি ৫১৪টি, গড়ে প্রতিমাসে ৪২.৮৩টি। গত দশ বছরের পরিসংখ্যানঃ আমার ব্লগপাতা ভিজিট করেছেন ৪০৬২৪৫ জন, অর্থাৎ গড়ে প্রতিদিন ১১১.৩ জন। মন্তব্য করেছেন ২৬৭৩৭ জন, অর্থাৎ গড়ে প্রতিদিন ৭.৩৩ জন। আমি অন্যান্য ব্লগারদের পোস্টে মন্তব্য করেছি ৩১০৫১টি, অর্থাৎ গড়ে প্রতিদিন ৮.৫১টি।

বর্ষপূর্তির পোস্টগুলো প্রকাশ করতে আমার কখোনই এত দেরি হয়নি। ইচ্ছে ছিল, দশম বর্ষপূর্তি পোস্টটা একটু গুছিয়ে লিখবো। অসুস্থ চোখের কারণে তা আর এবারে হলো না। গত বছরের পোস্টে ব্লগার ভুয়া মফিজ আমাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, “দশম বর্ষপূর্তি পোস্টটা অনেক বড় হবে ইন শা আল্লাহ!!!” তার এ মন্তব্যে আমার ইচ্ছেরই প্রতিফলন ঘটেছিল, কিন্তু বাস্তবে তা ঘটলো না। যাহোক মাস পেরিয়ে যাবার আগেই এ পোস্টটা প্রকাশ করা বাঞ্জনীয় বোধ করে কিছুটা অসম্পূর্ণ অবস্থায়ই এটা প্রকাশ করতে হলো। ভবিষ্যতে সময় সুযোগমত এ পোস্টে আরও কিছু কথা সংযোজনের ইচ্ছে রাখি। এর আগের পোস্টটাতেও এ রকম একটি কথা লিখেছিলাম, কিন্তু নানা কারণে সেটাও হয়ে ওঠেনি, এজন্য দুঃখ প্রকাশ করছি। সবাইকে শারদীয় বিকেলের ফুলেল শুভেচ্ছা!


ঢাকা
২৯ সেপ্টেম্বর ২০২৫
শব্দ সংখ্যাঃ ১২৬৫




সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:৫০
৩৯টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা এডামেন্ট আনকম্প্রোমাইজিং লিডার : বেগম খালেদা জিয়া

লিখেছেন ডি এম শফিক তাসলিম, ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:০৪

১৯৪৫ সালে জন্ম নেয়া এই ভদ্রমহিলা অন্য দশজন নারীর মতই সংসার নিয়ে ব্যস্ত ছিলেন, বিয়ে করেছিলেন স্বাধীন বাংলাদেশের অন্যতম সুশাসক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে! ১৯৭১সালে এ... ...বাকিটুকু পড়ুন

ছি , অবৈধ দখলদার॥ আজকের প্রতিটি অন‍্যায়ের বিচার হবে একদিন।

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১০



ধিক ‼️বর্তমান অবৈধভাবে দখলদার বর্তমান নরাধমদের। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে । বীর মুক্তিযোদ্ধাদের ক্ষমা চাইতে হলো ! রাজাকার তাজুলের অবৈধ আদালতে। এর চাইতে অবমাননা আর কিছুই হোতে পারেনা।... ...বাকিটুকু পড়ুন

আম্লিগকে স্থায়ীভাবে নিষিদ্ধে আর কোন বাধা নেই

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:২২


মঈন উদ্দিন ফখর উদ্দিনের ওয়ান-ইলেভেনে সরকারের ২০০৮ সালের ডিসেম্বরে ভারতের সহায়তায় পাতানো নির্বাচনে হাসিনা ক্ষমতায় বসে। এরপরই পরিকল্পিত উপায়ে মাত্র দুই মাসের মধ্যে দেশপ্রেমিক সেনা অফিসারদের পর্যায়ক্রমে বিডিআরে পদায়ন... ...বাকিটুকু পড়ুন

মিশন: কাঁসার থালা–বাটি

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২৭

বড় ভাই–ভাবীর ম্যারেজ ডে। কিছু একটা উপহার দেওয়া দরকার। কিন্তু সমস্যা হলো—ভাই আমার পোশাক–আশাক বা লাইফস্টাইল নিয়ে খুবই উদাসীন। এসব কিনে দেওয়া মানে পুরো টাকা জ্বলে ঠালা! আগের দেওয়া অনেক... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের পাশাপাশি জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করা যেতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৪৫


বাংলাদেশে আসলে দুইটা পক্ষের লোকজনই মূলত রাজনীতিটা নিয়ন্ত্রণ করে। একটা হলো স্বাধীনতার পক্ষের শক্তি এবং অন্যটি হলো স্বাধীনতার বিপক্ষ শক্তি। এর মাঝে আধা পক্ষ-বিপক্ষ শক্তি হিসেবে একটা রাজনৈতিক দল... ...বাকিটুকু পড়ুন

×