প্রভা ও খুশবু ভার্চুয়াল ক্যারেক্টার বলে আমি একটা পোস্ট দিয়েছিলাম। অনেকেই মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন, আমি পোস্টে হিট বাড়ানোর জন্য এটি করেছি। আবার কেউ কেউ আমার তদন্ত রিপোর্ট নিয়ে দ্্বিমত পোষন করেছেন। কিন্তু কেউ এ বিষয়টি নিয়ে নোটিস বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেন নি।
পোস্টটি দেয়ার পর হঠাৎ করে লাইনে এসে খাড়া হলো প্রভা ও আরিফ রেজা খান। প্রভা নিজেকে আড়াল করতে আরেকটি পোস্ট দিয়ে নিজেকে ভার্চুয়াল হতে রক্ষার চেষ্টা করেছে। আর আরিফ রেজা খান সরাসরি আমাকে প্রভার স্রষ্টা বলে জাহির করতে চেয়েছে। এমন কী সেই ইঙ্গিত ও দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো- তারা আমার পোস্টের আগে এতোদিন ব্লগে ছিলেন না কেন? তাদের কম্পিউটারে এমন কী যন্ত্র লাগানো আছে যে, তারা পোস্ট দেয়ার পর পরই জানতে পারলেন প্রভাকে নিয়ে ব্লগে পোস্ট দেয়া হয়েছে?
এখন আবার নতুন করে সেগুলো টানতে চাই না। আবারো জোর গলায় বলতে চাই প্রভা ও খুশবু ভার্চুয়াল ক্যারেক্টার। প্রশ্ন থাকলে নোটিস বোর্ডকে জিজ্ঞেস করুন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




