এলাকার এক দোকান থেকে প্রায়ই গরুর দুধ কিনি। রোজার আগে নিসিলাম ৳৯০ লিটার। রোজায় ব্যাবসায়ীরা দাম বাড়ায় এমন অভিযোগের মাঝে এরা ব্যাতিক্রম। আজকে দেখলাম রোজা উপলক্ষে তাদের বিভিন্ন খাদ্য পণ্যে ৭% ছাড় আর দুধে ১০% ছাড়। সাধারণত নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে প্রফিট মার্জিন কম থাকে সেখানে গরুর দুধে প্রাইস ১০% কমায় দেয়া সত্যিই প্রসংসার দাবীদার।
নিলাম ১লিটার দুধ। ২০০টাকার নোট দিলাম, ফেরত দিল ১১০টাকা!! কাহিনী কি? দুধ না ১০% ডিস্কাউন্ট তাহলে আবার ৯০টাকা রাখলো কেন?
হ্যাঁ ডিস্কাউন্ট তবে তার আগে রোজায় দুধের দাম ১১% বাড়ায় এরপর ১০% ডিস্কাউন্ট দিয়া বেক্কিছুত্তে রোজায় ৭০গুন হিসাবে '১০x৭০=৭০০টাকা ছাড়ের সওয়াব' কামাচ্ছে। একই প্রফিটে বেশি সওয়াব!!
আসলে একটু বুদ্ধি না থাকলে দুনিয়া বা আখেরাত কোনটাই হাসিল করা যায় না। বুঝেন নাই ব্যাপারটা ।
কপি করে পেস্ট মেরে দিলাম । হি হি হি !
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



