সেলিম নূরের কোন ফেইস বুক একাউন্ট নেই। তিনি বললেন, আমাদের পুলিশের জন্য সবচেয়ে আদর্শ প্রশিক্ষক হয়ে উঠতে পারে ঢাকা শহরের কাক। সেলিম মাঝে মাঝে আজগুবি কথা বলেন, তাই কানে তুলি না। বললেন, একেবারে প্রমাণিত সত্য। কাক কখনো নিশানা ভুল করে না।
বলে চললেন, দ্রুত মোটর সাইকেল চালিয়ে আসছিলাম। জ্যাম কাটিয়ে বেশ ফাঁকা রাস্তা পেলাম। এর মাঝে লক্ষ করলাম, হেলমেট বেয়ে কি যেন গড়িয়ে পড়ছে। গাড়ী থামালাম। এক্কেবারে সাদা-গন্ধবিহীন পেইন্ট সঙ্গে জল। জ্যাকেট, প্যান্টের একপাশ, সব একাকার। কাক ঠিকঠাক মতো ছেড়েছে। গাড়ী ঘুরিয়ে পোশাক পাল্টে, হেলমেট ধুয়ে অফিসে আসলাম। কাক আমার শত্রু, এর আগেও এমন ঘটনা ঘটেছে। দুজন একসঙ্গে চলছি, কাক ঠিক আমাকেই চিনে ছেড়েছে তার ‘অমূল্য ত্যাগ’। কাকের এই নির্ভুল নিশানার যাদু সত্যিই শিক্ষনীয় পুলিশ ভাইদের।
বলে রাখি, সেলিমের অপ্রিয় হলেও, কাক আমার সবচে প্রিয় পাখি। সব সময় বলি, কাক....তুই তোর জাগাতেই থাক...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



